আশিস নেহরাকে নিয়ে মজা করতে গিয়ে টুইটারে ট্রোলড হলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিশেল জনসন। সোমবার নিজেদের মধ্যে বোলিংয়ের স্পিড নিয়ে টুইটে মজা করছিলেন জনসন এবং কিউই পেসার মিশেল ম্যাকলেনাঘান। ৩০-এর উর্ধ্বে কার বলের গতি বেশি মূলত সেই নিয়েই ঠাট্টায় মেতেছিলেন এই দুই তারকা ক্রিকেটার।
এরই মাঝে ব্যঙ্গের ভঙ্গিতে স্পিড স্টার হিসেবে আশিস নেহরার নাম তুলে আনেন প্রাক্তন অজি ক্রিকেটার ডিন জোনস।