Advertisement
E-Paper

ভারতের ওয়ান ডে অধিনায়ক মিতালিই

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় ভারত। এই ম্যাচে খেলানো হয়নি মিতালিকে। কোচ রমেশ পওয়ার ও অধিনায়ক হরমনপ্রীত বলছিলেন, দলের স্বার্থেই এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ০৩:৪২
স্বস্তি: দিল্লিতে দল নির্বাচনী বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মিতালি। পিটিআই

স্বস্তি: দিল্লিতে দল নির্বাচনী বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মিতালি। পিটিআই

বৃহস্পতিবারই ভারতীয় ক্রিকেট বোর্ড ডব্লিউ ভি রামনকে মেয়েদের জাতীয় দলের কোচের পদে বসিয়েছে। তার একদিন পরেই ঘোষণা করা হল নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দল। সিরিজ শুরু হবে নতুন বছরের শুরুতেই। এবং ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক হিসেবে বহাল রাখা হল টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় কোচের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করা অভিজ্ঞ তারকা মিতালি রাজকেই। টি-টোয়েন্টি দলের নেতৃত্বে অবশ্য থাকবেন হরমনপ্রীত কৌরই। নিউজিল্যান্ডে ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচ ২৪ জানুয়ারি। খারাপ ফর্মের জন্য এই সফরের দলে সুযোগ পাননি বেদা কৃষ্ণমূর্তি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় ভারত। এই ম্যাচে খেলানো হয়নি মিতালিকে। কোচ রমেশ পওয়ার ও অধিনায়ক হরমনপ্রীত বলছিলেন, দলের স্বার্থেই এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যা মেনে নিতে পারেননি অভিজ্ঞ মিতালি। বোর্ডকে পাঠানো ই-মেলে পওয়ারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। যা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত তাঁর ইচ্ছেই অবশ্য পূরণ হয়েছে। পওয়ারকে সরিয়ে রামনকে দায়িত্ব দিয়েছে বোর্ড।

তাঁদের কোচের পদের দাবিদার ছিলেন মহেন্দ্র সিংহ ধোনিদের বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেনও। কিন্তু তিনি আইপিএলে আরসিবি কোচের দায়িত্ব ছাড়তে রাজি হননি। তাই বোর্ডের নতুন গঠনতন্ত্রের স্বার্থসংঘাত সংক্রান্ত ঝামেলা এড়াতে রামনকেই বেছে নেওয়া হয়। বোর্ড সূত্রের দাবি, হরমনপ্রীত ও মিতালি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে সবকিছু নতুন ভাবে শুরু করার শপথ নিয়েছেন। শুক্রবার দল নির্বাচনী সভায় হাজির হয়েছিলেন মিতালি। হরমনপ্রীত অবশ্য অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশে খেলতে ব্যস্ত থাকায় আসতে পারেননি। তিনি ভিডিয়ো কনফারেন্সে নিজের মতামত জানিয়ে দেন।

এ দিকে, বেদার বদলে ওয়ান ডে-র দলে এসেছেন মোনা মেশরাম। টি-টোয়েন্টির দলে এসেছেন শিখা পাণ্ডে। পেসার পূজা বস্ত্রকারের চোট থাকায়। আর টি-টোয়েন্টি দলে বেদার জায়গায় নেওয়া হয়েছে প্রিয়া পুনিয়াকে।

ওয়ান ডে-র দল: মিতালি রাজ (অধিনায়ক), পুনম রাউত, স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেস, হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া, মোনা মেশরাম, একতা বিস্ত, মানসী জোশী, দয়ালান হেমলতা, পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, ঝুলন গোস্বামী ও শিখা পান্ডে।

টি-টোয়েন্টির দল: হরমনপ্রীত (অধিনায়ক), স্মৃতি, মিতালি, দিপ্তী, জেমাইমা, অনুজা পাটিল, হেমলতা, মানসী, শিখা, তানিয়া, পুনম, একতা, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব ও প্রিয়া পুনিয়া।

Cricket India Women's ODI Mithali Raj
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy