Advertisement
১৪ জুন ২০২৪

বাংলার হয়ে ম্যাচ খেলতে পারেন শামি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বিস্ময়কর হারের মধ্যে তিনি হতে পারতেন সুসংবাদ। কিন্তু সেটাও অনিশ্চিতই দেখাচ্ছে। মহম্মদ শামি এখনও জোর দিয়ে বলতে পারছেন না, কবে তিনি ভারতের হয়ে মাঠে ফিরতে পারবেন।

স্ত্রী-কন্যাকে নিয়ে ইডেনে ধোনির ম্যাচে মহম্মদ শামি। -সুদীপ্ত ভৌমিক

স্ত্রী-কন্যাকে নিয়ে ইডেনে ধোনির ম্যাচে মহম্মদ শামি। -সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:০০
Share: Save:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বিস্ময়কর হারের মধ্যে তিনি হতে পারতেন সুসংবাদ। কিন্তু সেটাও অনিশ্চিতই দেখাচ্ছে।

মহম্মদ শামি এখনও জোর দিয়ে বলতে পারছেন না, কবে তিনি ভারতের হয়ে মাঠে ফিরতে পারবেন। আদৌ কি তাঁর এই সিরিজে খেলা হবে? শামি আশাবাদী থাকতে চান। কিন্তু জানেন না সঠিক উত্তর। তবে বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারেন তিনি।

হাঁটুর চোটে ইংল্যান্ড সিরিজের শেষ দিক থেকেই দলের বাইরে শামি। বিপদের সময়েও খুব ভাল খবর তিনি দিতে পারছেন না। সম্প্রতি বাবাকে হারিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে দেখা করতে ইডেনে এসেছিলেন রবিবার। তখনই ইঙ্গিত দেন, বাংলার হয়ে বিজয় হাজারেতে কয়েকটি ম্যাচ খেলতে পারেন তিনি। বাংলা এই টুর্নামেন্টে খেলছে চেন্নাইয়ে। সেখানেই গ্রুপের শেষ দু’টি ম্যাচ খেলতে যেতে পারেন বাংলার পেসার।

যদি সেই দু’টি ম্যাচ খেলার পরে ফিট মনে হয় নিজেকে, ভারতীয় দলে ফেরার কথা ভাবতে পারেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম দু’টি টেস্টের জন্য দল নির্বাচন করা হয়েছে। শামি ফিট হয়ে গেলে যে পরের দু’টি টেস্টের জন্য দলে ফিরবেন, তা নিয়ে সন্দেহ নেই। তবে ওয়াকিবহাল মহলে কেউ কেউ সন্দিহান শামির হাঁটুর অবস্থা নিয়ে। শোনা যাচ্ছে, দু’টি হাঁটুতেই সমস্যা শুরু হয়েছে তাঁর। একটি হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছে। ভারতীয় দলেও কারও কোনও সন্দেহ নেই যে, শামি এখন বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। তাঁকে না পাওয়াটা তাই দলকে ভোগাতেই থাকবে।

তবে চোট নিয়ে উদ্বেগের মধ্যেই শামি দাঁড়াচ্ছেন দলের পাশে। ইডেনে তিনি বলেছেন, ‘‘একটা ম্যাচ হেরে গিয়েছি বলেই আমাদের দলকে নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। ভুলে গেলে অন্যায় হবে যে, এই দলটাই টানা ম্যাচ জিতছিল। এই সিরিজে এখনও অনেক খেলা বাকি।’’ সন্দেহ নেই, ‘বাকি থাকা খেলা’য় যত তাড়াতাড়ি সম্ভব ভারতের সুইং-সুলতানকে ফেরত পেতে চাইবেন বিরাট কোহালি-রা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohammed Shami Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE