Advertisement
০৫ মে ২০২৪

দুই প্রধানে আইএসএল হাওয়া অব্যাহত

আইএসএলে খেলা এবং তার চুক্তিপত্র নিয়ে আলোচনায় দুই প্রধানের তাঁবু-ই সরগরম। শুক্রবার সন্ধ্যায় যা নিয়ে কর্মসমিতির সভা হয়ে গেল ইস্টবেঙ্গল, মোহনবাগানে। তাতে ফলপ্রসু কিছু হয়নি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০৩:৩৮
Share: Save:

আইএসএলে খেলা এবং তার চুক্তিপত্র নিয়ে আলোচনায় দুই প্রধানের তাঁবু-ই সরগরম। শুক্রবার সন্ধ্যায় যা নিয়ে কর্মসমিতির সভা হয়ে গেল ইস্টবেঙ্গল, মোহনবাগানে। তাতে ফলপ্রসু কিছু হয়নি।

লাল-হলুদের সভায় আলোচনা হল আইএমজিআরের পাঠানো চুক্তিপত্র নিয়ে। তাতে কোথায় কী কী বিষয়ে আপত্তি তোলা হবে তা নিয়ে কথা হয়। শেষ পর্যন্ত ধীরে চলো নীতির রাস্তা নেওয়া হবে বলে ঠিক হয়। দুই প্রধানকে নিয়ে আইএফএ-র ডাকা সভার সিদ্ধান্তের উপরই সিলমোহর দেন সবাই।

মোহনবাগানের সভায় আইএসএল নিয়ে কোনও শব্দ খরচ করা না হলেও যা করা হল তা নতুন স্পনসরের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার নিয়মকানুন মানার রাস্তা তৈরি। সোসাইটিতে মোহনবাগানের নাম নথিভুক্তি, ক্লাবের দুই ম্যাসকট ‘পালতোলা নৌকো’ এবং ‘বাগ্গু’-র নথিভুক্তির সিদ্ধান্ত হয়। ক্লাবে অ্যাথলেটিক্স, যুবা ও মহিলা সচিব পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়। মোহনবাগান সচিব অঞ্জন মিত্র বললেন, ‘‘আইএসএল খেলি বা না খেলি স্পনসরদের সঙ্গে কথা বলার সময় এগুলো দরকার ছিল।’’

এরই মাঝে শনিবার ফেডারেশন সভাপতি প্রফুল্ল পটেলের সঙ্গে আলোচনায় বসার কথা আইএফএ সভাপতি সুব্রত দত্তর। যেখান থেকে সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে বলে আশাবাদী ময়দান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohun Bagan East Bengal ISL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE