Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Sports News

ফেডারেশন কাপের ট্রায়াল রান সেরে ফেলল মোহনবাগান

কটক থেকে সোমবার সন্ধেয় কলকাতায় পৌঁছে বুধবারই বেঙ্গালুরুর বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচ খেলতে নেমেছিল সঞ্জয় সেনের ছেলেরা। কলকাতার মাঠে ফেড কাপের অনুশীলন সেরে নেওয়ার সঙ্গেই কোচ দেখে নিলেন তাঁর রিজার্ভ বেঞ্চকেও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ২৩:০৬
Share: Save:

মোহনবাগান ৩ (জেজে, কেন লুইস, বিক্রমজিৎ)

বেঙ্গালুরু ১ (দঙ্গেল)

কটক থেকে সোমবার সন্ধেয় কলকাতায় পৌঁছে বুধবারই বেঙ্গালুরুর বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচ খেলতে নেমেছিল সঞ্জয় সেনের ছেলেরা। কলকাতার মাঠে ফেড কাপের অনুশীলন সেরে নেওয়ার সঙ্গেই কোচ দেখে নিলেন তাঁর রিজার্ভ বেঞ্চকেও।

ম্যাচ শুরুর ৯ মিনিটের মধ্যেই গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন জেজে লালপেখলুয়া। রেনিয়ের ফার্নান্ডেজের চিপ থেকে শুরুতেই দলকে এগিয়ে দিয়েছিলেন ভারতীয় এই স্ট্রাইকার। এ দিন ফেডকাপের দলে ন’টি পরিবর্তন করেছিলেন মোহনবাগান কোচ। সঞ্জয় সেনের রিজার্ভ বেঞ্চও সফল। ২৪ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে বেঙ্গালুরু। প্রথমার্ধের খেলা শেষ হয় আক্রমণ, পাল্টা আক্রমণে। কিন্তু জেজের গোল ছাড়া আর কেউই গোল করতে পারেনি।

আরও খবর: ব্যর্থতার দায়টা না হয় আমিই নিলাম: মেহতাব

প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে শেষ করেছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধটাও মোহনবাগানেরই নামে লেখা থাকল রবীন্দ্র সরোবরের মাঠে। গোলের খাতা খুললেন সেমিনলেন দঙ্গেল। ৫২ মিনিটে গোল করে বেঙ্গালুরুকে সমতায় ফেরান তিনি। কিন্তু উৎসব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৪ মিনিটে আবার মোহনবাগানকে এগিয়ে দেন কেন লুইস। তার আগে অবশ্য নিশ্চিত গোলে সুযোগ নষ্ট করেন জেজে ও কেন লুইস। তার পরই অবশ্য গোল করে মান রাখেন লুইস। ৮০ মিনিটে শেষ কাজটি করে দেন বিক্রমজিৎ সিংহ। এখান থেকে আর ফিরতে পারেনি বেঙ্গালুরু।

ফেডারেশন কাপ ফাইনালের আগে আর এক ফাইনালিস্ট বেঙ্গালুরুকে এএফসি কাপের ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল মোহনবাগান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football AFC Cup Mohun Bagan Bengaluru FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE