Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sports News

আই লিগে টানা চার ম্যাচ জয় মোহনবাগানের

শুরুটা করেও শেষটা নিজেদের দখলে রাখতে পারল না আই লিগের নতুন দল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেই তিন গোল হল। এটাই ছিল মোহনবাগানের প্রথম অ্যাওয়ে ম্যাচ। ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করার পর অ্যাওয়ে ম্যাচেও জয় দিয়েই শুরু করল সঞ্জয় সেনের দল।

জেজে লালপেখলুয়া। ছবি: সংগৃহীত।

জেজে লালপেখলুয়া। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ২১:২৪
Share: Save:

চেন্নাই সিটি ১ (মার্কোস)

মোহনবাগান ২ (জেজে, সনি)

শুরুটা করেও শেষটা নিজেদের দখলে রাখতে পারল না আই লিগের নতুন দল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেই তিন গোল হল। এটাই ছিল মোহনবাগানের প্রথম অ্যাওয়ে ম্যাচ। ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করার পর অ্যাওয়ে ম্যাচেও জয় দিয়েই শুরু করল সঞ্জয় সেনের দল।

দ্বিতীয়ার্ধে তিন গোল হলেও প্রথমার্ধ ছিল টান টান উত্তেজনার। ম্যাচ শুরুর দু’মিনিটের মধ্যেই গোলের সুযোগ চলে এসেছিল ড্যারেল ডাফির সামনে। কিন্তু তা থেকে গোল আসেনি। এর পর সুযোগ, পাল্টা সুযোগের লড়াইয়ে প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই। চেন্নাই গোলের নিচে করণজিৎ সিংহ মোহনবাগানের গোলের সামনে একাধিকবার প্রাচীর তৈরি করেন। এর মধ্যেই ৩৩ মিনিটে পেনাল্টি পেয়ে গিয়েছিল মোহনবাগান। কিন্তু সনি নর্ডির পেনাল্টি শট বাঁচিয়ে দেন করণজিৎ। তার ঠিক দু’মিনিটের মধ্যে কাটসুমির ক্রস থেকে জেজের হেড চেন্নাই গোলে গেলেও তা বাতিল হয় অফ সাইডের জন্য।

আরও খবর: চাপেকোয়েন্সের বেঁচে যাওয়া নেতো নিজের পায়ে দাঁড়ালেন, দেখুন ভিডিও

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে হোম টিমকে এগিয়ে দেন মার্কোস। যদিও এগিয়ে যাওয়ার এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি চেন্নাইয়ের। গোল হজমের চার মিনিটের মধ্যেই মোহনবাগানকে সমতায় ফেরান জেজে লালপেখলুয়া। গোলের পুরো আবহটা তৈরি করে দিয়েছিলেন সনি নর্ডিই। শেষ কারজটি করে যায় জেজের ভলি। এর পর ডাফিকে তুলে বিক্রমজিৎকে নামিয়ে দেন কোচ সঞ্জয় সেন।

মোহনবাগানের হয়ে শেষ কাজটি করে যান সনি নর্ডি। মাঝমাঠ থেকে বল ধরে দৌড় শুরু করেছিলেন জেজে। জেজেকে লক্ষ্য করে ততক্ষণে বাঁদিক থেকে উঠে এসেছেন সনি। এর পর সনিকে লক্ষ্য করে জেজের থ্রু বল ধরেই চেন্নাই গোলে বল পাঠান সনি। এর পরও চেন্নাইয়ের সামনে সুযোগ এসে গিয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। এর পরটা ছিল চেন্নাইয়ের আক্রমণ আটকানোর কাজ। যেটা দারুণ সামলালেন সৌভিক ঘোষের জায়গায় নামা প্রবীর দাস। ২-১ গোলে চেন্নাইকে হারিয়েই শেষ হল এদিনের ম্যাচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE