Advertisement
১৯ জুন ২০২৪
I League

ইস্টবেঙ্গলের পর এ বার বাগান ঝড়ে বিধ্বস্ত নেরোকা

এই জয়ের ফলে নয় ম্যাচে ২০ পয়েন্টে আই লিগেরএক নম্বরে নিজেদের অবস্থান আরও জোরাল করল মোহনবাগান। নয় ম্যাচে ১৪ পয়েন্টে দুই নম্বরে রয়েছে মিনার্ভা।

গোলের পর উচ্ছ্বসিত ম্যাচের সেরা পাপা। ছবি টুইটার থেকে নেওয়া।

গোলের পর উচ্ছ্বসিত ম্যাচের সেরা পাপা। ছবি টুইটার থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ১৭:০৩
Share: Save:

মোহনবাগান ৩ • নেরোকা ০

(নংদোম্বা নাওরেম, পাপা বাবাকর, তুর্সোনভ)

আই লিগে মোহনবাগানের জয়ের রথ অব্যাহত। রবিবার ডার্বিতে ইস্টবেঙ্গলকে মর্যাদার লড়াইতে হারানোর পর বৃহস্পতিবার ইম্ফলে নেরোকা এফসিকে ৩-০ গোলে বিধ্বস্ত করল সবুজ-মেরুন। পাহাড় জয়ের পর লিগ শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল কিবু ভিকুনার দল।

ম্যাচের ২৫ মিনিটে নাওরেমের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। বেইতিয়ার ক্রস ধরে বক্সে বল রেখেছিলেন ধনচন্দ্র। সেই বল নেরোকা গোলকিপার আটকালে ফিরতি বল জালে জড়িয়ে দেন নংদোম্বা নাওরেম। তাঁর গোলে স্তব্ধ হয়ে যায় গ্যালারি। নেরোকার সমর্থনে গলা ফাটাতে আসা সমর্থকরা আরও চুপসে যান দ্বিতীয়ার্ধের পরে।

৫৩ মিনিটে আসে বাগানের দ্বিতীয় গোল। এই গোলের নেপথ্যেও রয়েছেন নাওরেম। বাঁ-প্রান্ত থেকে তাঁর ক্রস পৌঁছয় অরক্ষিতে দাঁড়ানো পাপা বাবাকর জিওয়ারার কাছে। দুরন্ত হেডে বল জালে জড়াতে ভুল করেননি তিনি। এর আগে ডার্বিতেও হেডে গোল করেছিলেন পাপা। এ দিনও করলেন। ম্যাচের সেরা হলেন তিনি। এই জয় স্ত্রীকে উৎসর্গ করলেন পাপা।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের নতুন কোচ হচ্ছেন মারিয়ো রিভেরা​

আরও পড়ুন: ঋষভ নয়, কিউয়িদের বিরুদ্ধে টি২০-তে কিপিং করবেন রাহুলই, বলছেন বিরাট​

প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যেতে পারত মোহনবাগান। অজস্র গোলের সুযোগ নষ্ট করেন বাগান ফুটবলাররা। নেরোকা গোলরক্ষক ও অধিনায়ক মারভিন ফিলিপও হয়ে ওঠেন দুর্ভেদ্য। ফলে, বিরতিতে এক গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছিল কিবু ভিকুনার দলকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে মোহনবাগান। কিন্তু একটির বেশি গোল আসেনি নব্বই মিনিটের মধ্যে। চার মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। ম্যাচের ৯৪ মিনিটে নতুন বিদেশি তুর্সোনভ ৩-০ করেন।

এই জয়ের ফলে নয় ম্যাচে ২০ পয়েন্টে আই লিগেরএক নম্বরে নিজেদের অবস্থান আরও জোরাল করল মোহনবাগান। নয় ম্যাচে ১৪ পয়েন্টে দুই নম্বরে রয়েছে মিনার্ভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE