সংশয়: বেঙ্গালুরুর বিরুদ্ধে সনির খেলা নিয়ে প্রশ্ন। ফাইল চিত্র
খেতাবি যুদ্ধে টিঁকে থাকতে হলে শনিবার বেঙ্গালুরু এফ সি-কে হারাতেই হবে মোহনবাগানকে।
আর সেই ম্যাচ খেলতে সনি নর্দে শহরে আসছেন শুক্রবার। ফলে অনুশীলন ছাড়াই সুনীল ছেত্রীদের বিরুদ্ধে নামতে হবে হাইতি তারকাকে। কিন্তু তাঁকে কি প্রথম একাদশে রাখবেন সঞ্জয় সেন? মোহনবাগান কোচ কোনও নিশ্চয়তা দিচ্ছেন না। বলে দিলেন, ‘‘হাইতির হয়ে শেষ ম্যাচেও কুড়ি মিনিট খেলেছে। সেটা যেমন ভাল, তেমনই এতটা বিমান যাত্রার ধকলের পর সনির শারীরিক অবস্থা কেমন থাকে সেটা দেখে সিদ্ধান্ত নেব।’’
সনি ছাড়া বুধবার বিকেলে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুশীলন করলেন বাকি সব বিদেশিই। ইউসা কাতসুমি, ড্যারেল ডাফি, এদুয়ার্দো-রা সবাই ছিলেন। জেজে, প্রীতম কোটাল-সহ জাতীয় দলের হয়ে খেলা ফুটবলারদের আজ, বৃহস্পতিবার অনুশীলনে নামার কথা। তা নিয়ে অবশ্য চিন্তিত নন সবুজ-মেরুন কোচ। বললেন, ‘‘ওদের খেলা দেখলাম। সবাই তো খেলার মধ্যেই আছে। গতবারও তো এরকমই হয়েছিল। সমস্যা হবে বলে মনে হয় না।’’ তবে জানা গেল, চোটের জন্য প্রণয় হালদার, কেইন লুইস-রা গুরুত্বপূর্ণ এই ম্যাচেও খেলতে পারবেন না।
এ দিকে, লিগের দৌড়ে থাকতে মরিয়া কাতসুমিরা যখন বেঙ্গালুরুকে হারানোর জন্য মরিয়া, তখন ট্রেভর জেমস মর্গ্যান আবার চাইছেন শনিবার মোহনবাগানের হার দেখতে। ‘‘আমি তো চাইব মোহনবাগান ম্যাচটা হারুক। তাতে আমাদের সুবিধাই হবে,’’ বুধবার সকালে অনুশীলনের পর বলে দিয়েছেন লাল-হলুদ কোচ।
৯ এপ্রিল শিলিগুড়ির ফিরতি ডার্বির আগে ইস্টবেঙ্গলের আই লিগের ম্যাচ নেই। ফলে নিজেদের তৈরি রাখতে কিছু প্র্যাকটিস ম্যাচ খেলতে চাইছেন মেহতাব হোসেন-রা। শনিবার তাঁদের খেলার কথা নিজেদের ক্লাবের যুব দলের সঙ্গে। ইস্টবেঙ্গলে এখনও যোগ দেননি দুই বিদেশি উইলিস প্লাজা এবং ইভান বুকেনিয়া। আর জাতীয় দলে খেলা ফুটবলাররা যোগ দেবেন আজ।
আইজল এফ সি-র পর লিগ তালিকায় দু’নম্বরে আছে চিরশত্রু মর্গ্যানের লাল-হলুদ। ফলে মোহনবাগানের কাছে যেমন বেঙ্গালুরু ম্যাচ গুরুত্বপূর্ণ তেমন ডার্বি জিততে পারলেই অনেকটা এগিয়ে যাবে ইস্টবেঙ্গল। শিলিগুড়ির ম্যাচকেই তাই পাখির চোখ করছেন গুরু মর্গ্যান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy