ইস্টবেঙ্গলের ঝকঝকে কফি শপে দুপুরের খাওয়া, রাতে মোহনবাগানের সঙ্গে মধ্য কলকাতার অভিজাত ক্লাবে ডিনার। মাঝে মহমেডানের সঙ্গে বৈঠকে চা-পান।
ভারতীয় ফুটবলের পরের মরসুমের নকশা তৈরি করতে এসে ফিফা এবং এএফসি প্রতিনিধিদের সারা দিন কাটল এভাবেই। তাঁদের সঙ্গে আলোচনার সময় শতবর্ষ ছুঁতে যাওয়া ইস্টবেঙ্গল এবং ১২৮ বছরের মোহনবাগানের দাবি প্রায় একই। ঐতিহ্য ও কোটি কোটি সমর্থকের ক্লাব— এই বিষয়টি তুলে ধরার পাশাপাশি ক্লাবগুলির দাবি এক) ১৮ দলের একটাই লিগ হোক দেশে এবং সেটা সাত মাসের। দুই) যে ভাবে আই লিগ হচ্ছে সেটা খুব খারাপ। আইএসএলের পাশে কার্যত দ্বিতীয় ডিভিশনের মতো করে তা করা হচ্ছে। তিন) ফ্র্যাঞ্চাইজি ফি নয়, আই লিগের মতো এন্ট্রি ফি দিয়ে খেলতে রাজি তারা। চার) ভারতীয় ফুটবলকে যে সব দল সমৃদ্ধ করেছে তাদের যেন দূরে সরিয়ে না দেওয়া হয়। তিন বছরের ফ্র্যাঞ্চাইজিরা যেন তাদের চেয়ে বেশি গুরুত্ব না পায়।
দুই প্রধানের সঙ্গে মহমেডানের দাবি অবশ্য একটু ভিন্ন। সাদা-কালো কর্তাদের দাবি, দেশের সব চেয়ে সমর্থকসমৃদ্ধ ক্লাব তাঁদের। মহমেডানকে দেশের এক নম্বর লিগে নেওয়া হোক।