Advertisement
E-Paper

একটাই লিগ চায় ত্রয়ী

দুই প্রধানের সঙ্গে মহমেডানের দাবি অবশ্য একটু ভিন্ন। সাদা-কালো কর্তাদের দাবি, দেশের সব চেয়ে সমর্থকসমৃদ্ধ ক্লাব তাঁদের। মহমেডানকে দেশের এক নম্বর লিগে নেওয়া হোক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭ ০৪:৫৭

ইস্টবেঙ্গলের ঝকঝকে কফি শপে দুপুরের খাওয়া, রাতে মোহনবাগানের সঙ্গে মধ্য কলকাতার অভিজাত ক্লাবে ডিনার। মাঝে মহমেডানের সঙ্গে বৈঠকে চা-পান।

ভারতীয় ফুটবলের পরের মরসুমের নকশা তৈরি করতে এসে ফিফা এবং এএফসি প্রতিনিধিদের সারা দিন কাটল এভাবেই। তাঁদের সঙ্গে আলোচনার সময় শতবর্ষ ছুঁতে যাওয়া ইস্টবেঙ্গল এবং ১২৮ বছরের মোহনবাগানের দাবি প্রায় একই। ঐতিহ্য ও কোটি কোটি সমর্থকের ক্লাব— এই বিষয়টি তুলে ধরার পাশাপাশি ক্লাবগুলির দাবি এক) ১৮ দলের একটাই লিগ হোক দেশে এবং সেটা সাত মাসের। দুই) যে ভাবে আই লিগ হচ্ছে সেটা খুব খারাপ। আইএসএলের পাশে কার্যত দ্বিতীয় ডিভিশনের মতো করে তা করা হচ্ছে। তিন) ফ্র্যাঞ্চাইজি ফি নয়, আই লিগের মতো এন্ট্রি ফি দিয়ে খেলতে রাজি তারা। চার) ভারতীয় ফুটবলকে যে সব দল সমৃদ্ধ করেছে তাদের যেন দূরে সরিয়ে না দেওয়া হয়। তিন বছরের ফ্র্যাঞ্চাইজিরা যেন তাদের চেয়ে বেশি গুরুত্ব না পায়।

দুই প্রধানের সঙ্গে মহমেডানের দাবি অবশ্য একটু ভিন্ন। সাদা-কালো কর্তাদের দাবি, দেশের সব চেয়ে সমর্থকসমৃদ্ধ ক্লাব তাঁদের। মহমেডানকে দেশের এক নম্বর লিগে নেওয়া হোক।

ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কর্তারা যে প্রেজেন্টেশন তিন সদস্যের কমিটির সামনে পেশ করেছেন তা দেখে নাকি ফিফা-এএফসি কর্তারা খুশি। কর্তাদের দাবি সে রকমই। তিন প্রধানের মাঠের পরিকাঠামো ঘুরে দেখেন কমিটির সদস্যরা।

Football Mohammedan Sporting Club Mohun Bagan A.C. East Bengal F.C. FIFA AFC ইস্টবেঙ্গল মোহনবাগান মহমেডান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy