ডার্বির উত্তাপ গায়ে লাগিয়ে যখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন দু’দলের সমর্থকরা, তখন হঠাৎ করেই সনি নর্দের বাগান ছাড়ার খবরটা এসে পৌঁছয়। তার পর তা আছড়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এর পরেই বাগান সমর্থকেরা সিদ্ধান্ত নেন, প্রায় তিন বছর দলের সঙ্গে থাকা তারকা ওই খেলোয়াড়কে সম্মান জানানো হবে।
কিন্তু, কী ভাবে? সবুজ-মেরুন সমর্থকেরা রবিবাসরীয় ডার্বিতে হাইতিয়ান ম্যাজিশিয়ানকে সম্মান জানাতে সনি-মুখোশ পরেই মাঠে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত বারের আই লিগের সময়ে তৎকালীন মোহনবাগান কোচ সঞ্জয় সেনকে সাসপেন্ড করেছিল এআইএফএফ। তার পর সঞ্জয়ের মুখোশ পরেই মাঠ ভরিয়ে ছিলেন সমর্থকরা। রবিবারের যুবভারতী ফের সেই মুখোশ-ছবিই দেখতে চলেছে।
বিশেষ কোনও ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়নি। বরং একাধিক ফ্যান ক্লাব একত্রিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আয়েষা রায় নামে এক মোহন সমর্থকের কথায়, “এখনও পর্যন্ত দশ হাজার মুখোশ বানানোর পরিকল্পনা করেছি আমরা। তবে, এই মুখোশের পরিমাণ আরও বাড়তে পারে। সনি আমাদের কাছে ম্যাজিশিয়ান। ওঁকে শ্রদ্ধা জানাতে আমরা কোনও কসুর করব না।” মুখোশগুলি স্টেডিয়ামের মধ্যেই বাগান সমর্থকদের বিলি করা হবে বলেও জানিয়েছেন ওই সমর্থক।