Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বড়দের হার, ছোটদের জয়

সনি নর্দের মোহনবাগান প্রস্তুতি ম্যাচে হেরে গেল এফসি গোয়ার কাছে। ০-২ গোলে। দু’টি গোলই প্রথমার্ধে। সনি ভাল খেললেও ফের হতাশ করলেন দিয়েগো ফেরিরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ০৪:০৬
Share: Save:

বাংলা এবং গোয়া—দু’মাঠে দু’রকম ফল হল মোহনবাগানের। বড়রা হারল মারগাওতে। ছোটরা বারাসতে জিতল তেরো গোলে। দু’টি ম্যাচেই প্রতিপক্ষ ছিল আইএসএলে খেলা টিমের ছোট ও বড় দল।

সনি নর্দের মোহনবাগান প্রস্তুতি ম্যাচে হেরে গেল এফসি গোয়ার কাছে। ০-২ গোলে। দু’টি গোলই প্রথমার্ধে। সনি ভাল খেললেও ফের হতাশ করলেন দিয়েগো ফেরিরা। যাঁর পারফরম্যান্স নিয়ে হঠাৎ-ই প্রশ্ন সবুজ-মেরুনে। গোয়া থেকে ফোনে কোচ সঞ্জয় সেন বললেন, ‘‘হারা-জেতা বড় কথা নয়। ওরা দেড় মাস অনুশীলন করেছে। আমরা পনেরো দিন। টিমে কোথায় খামতি আছে সেটা দেখার জন্যই প্রস্তুতি ম্যাচে নেমেছিলাম।’’ আর অনূর্ধ্ব-১৫ যুব লিগে নাসিম আলির দল ১৩-০ গোলে হারাল এটিকে-কে। তিনটি হ্যাটট্রিক হল। করল শম্ভু দেব, ফারদিন আলি ও সুরজিৎ ঘোষ। মোহনবাগানের পরের খেলাই ডার্বি। ১৭ নভেম্বর নিজেদের মাঠে ইস্টবেঙ্গলের সঙ্গে খেলবে মোহনবাগান। এ দিন ইস্টবেঙ্গল ম্যাচ গোলশূন্য ড্র করল ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohun Bagan Football Sony Norde
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE