Advertisement
E-Paper

বেঙ্গালুরুকে হারিয়ে আজ বদলার স্বপ্ন মোহনবাগানে

সোমবার সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী বলেছেন, ‘‘গত বছর ফেডারেশন কাপ ফাইনালে বেঙ্গালুরু কোচ আমাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তিন বার রণনীতি বদলেছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ০৪:২৭
দ্বৈরথ: দুই দলের দুই ভরসা। সুনীল ও ডিকা। নিজস্ব চিত্র

দ্বৈরথ: দুই দলের দুই ভরসা। সুনীল ও ডিকা। নিজস্ব চিত্র

এক জন দলকে আইএসএলের ফাইনালে তুলেও চ্যাম্পিয়ন করতে পারেননি। আর এক জন সর্বোচ্চ গোলদাতা হয়েও আই লিগ জিততে পারেননি। আজ, মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের সেমিফাইনালে আকর্ষণের কেন্দ্রে এই দুই তারকার দ্বৈরথই। প্রথম জন বেঙ্গালুরু এফ সির সুনীল ছেত্রী। দ্বিতীয় জন মোহনবাগানের দিপান্দা ডিকা।

নেরোকা এফ সির বিরুদ্ধে আগের ম্যাচে হ্যাটট্রিক করে দুরন্ত ছন্দে সুনীল। ফলে সুপার কাপ ফাইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বির ভবিষ্যৎ অনেকটা তাঁর উপরেই নির্ভর করছে। তবে সেমিফাইনালের আগে শুধু সুনীল নন, সবুজ-মেরুন শিবিরে উদ্বেগ বাড়ছে বেঙ্গালুরু এফ সি কোচ আলবের্তো রোকা-কে নিয়েও!

সোমবার সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী বলেছেন, ‘‘গত বছর ফেডারেশন কাপ ফাইনালে বেঙ্গালুরু কোচ আমাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তিন বার রণনীতি বদলেছিলেন। পুরো ম্যাচটাই যে ভাবে ওরা নিয়ন্ত্রণ করেছিল, কখনও ভুলতে পারব না। অথচ গত মরসুমে মোহনবাগান অন্যতম সেরা দল ছিল।’’

ফেডারেশন কাপে হারের বদলা কি মঙ্গলবার নেওয়া সম্ভব? মোহনবাগান কোচ বলেছেন, ‘‘বেঙ্গালুরুর সুনীল, নিকোলাস ফ্লোরেস (মিকু) ও উদান্ত সিংহ পার্থক্য গড়ে দিচ্ছে। তবে ওদের আটকানোর জন্য আমরা প্রস্তুত।’’ মোহনবাগান মাঝমাঠের অন্যতম ভরসা রেনিয়ার ফার্নান্দেজ বলেছেন, ‘‘সেমিফাইনালে কঠিন লড়াই। কিন্তু আমরা তৈরি।’’ গত মরসুমে বেঙ্গালুরুতে ছিলেন ক্যামেরন ওয়াটসন। সেমিফাইনালে তাঁকে বাড়তি দায়িত্ব দিচ্ছেন শঙ্করলাল।

বার্সেলোনায় ফ্র্যাঙ্ক রাইকার্ডের প্রাক্তন সহকারী রোকা আবার বলেছেন, ‘‘এই মরসুমে মোহনবাগানের দলে ভারসাম্য অনেক বেশি। তাই এ বার লড়াইটা অনেক কঠিন।’’ বেঙ্গালুরু কোচ অবশ্য দাবি করেছেন, আইএসএলে রানার্স হওয়ার হতাশা কাটিয়ে উঠেছেন। তিনি বলেছেন, ‘‘আইএসএলের ব্যর্থতাই আমাদের সুপার কাপ জয়ের জন্য উদ্বুদ্ধ করছে।’’ তবে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে রোকার উদ্বেগ কিছুটা বাড়িয়েছেন ডিফেন্ডার রাহুল ভেকে। নেরোকার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে চোট পেয়েছিলেন তিনি। মোহনবাগানের বিরুদ্ধে খেলতে পারবেন না রাহুল। বেঙ্গালুরু কোচ অবশ্য বলছেন, ‘‘রাহুলের ছিটকে যাওয়া দুর্ভাগ্যজনক। তবে ওর বিকল্প তৈরি। হরমনজ্যোৎ সিংহ খাবরা ও নিশু কুমারের মধ্যে এক জনকে খেলাব রাহুলের জায়গায়।’’ সবুজ-মেরুন শিবিরে অবশ্য চোট আঘাতের কোনও সমস্যা নেই।

:সুপার কাপ সেমিফাইনাল:

মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফ সি (বিকেল ৪.টে, স্টার স্পোর্টস টু ও এইচডি টু চ্যানেলে)।

Sunil Chhetri Dipanda Dicka Bengaluru FC Mohun Bagan Super Cup Semifinal Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy