কাতসুমি ইউসা বনাম ইউতা কিনোয়াকি। এদুয়ার্দো পেরেইরা বনাম দিপান্দা ডিকা। আজ, শুক্রবার মণিপুরের রাজধানী ইম্ফলে আই লিগে নেরোকা এফসি-মোহনবাগান ম্যাচে আকর্ষণের কেন্দ্রে এই দুই দ্বৈরথই।
বছর তিনেক আগে মোহনবাগানের আই লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন কাতসুমি। গত মরসুমে সবুজ-মেরুন না রাখায় জাপানি তারকা যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে। এই মরসুমে নেরোকায় কাতসুমি। আর এক তারকা ব্রাজিলের এদুয়ার্দোও বছর দু’য়েক আগে ছিলেন মোহনবাগানে। তিনিও কাতসুমির মতো লাল-হলুদ জার্সি গায়ে এক মরসুম খেলে নেরোকায় যোগ দিয়েছেন। শুক্রবার ইম্ফলে এই দুই ‘ব্রাত্য’ বিদেশি কি পারবেন মোহনবাগানের কাঁটা হয়ে উঠতে ?।
ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে ফুটছেন নেরোকার স্প্যানিশ কোচ ম্যানুয়েল ফারাইলেও। সাংবাদিক বৈঠকে তাঁর হুঙ্কার, ‘‘মোহনবাগান বড় দল। ফুটবলার থেকে কোচ— সবাই তারকা। আমরা কিন্তু ঘরের মাঠে নিজেদের দর্শকদের