Advertisement
২০ এপ্রিল ২০২৪

ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে এই সপ্তাহেই শহরে মর্গ্যান

এই সপ্তাহেই শহরে চলে আসছেন ইস্টবেঙ্গলের নবাগত কোচ ট্রেভর জেমস মর্গ্যান। মঙ্গলবারই ক্লাবের কর্তারা একমত হন মর্গ্যানের ব্যাপারে। হয়তো শুক্রবারই চলে আসবেন তিনি। যদিও এই মরশুমের শুরুতে মর্গ্যানকে আনতে চাইলেও বেঁকে বসেন সচিব কল্যান মজুমদার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ২১:৪৬
Share: Save:

এই সপ্তাহেই শহরে চলে আসছেন ইস্টবেঙ্গলের নবাগত কোচ ট্রেভর জেমস মর্গ্যান। মঙ্গলবারই ক্লাবের কর্তারা একমত হন মর্গ্যানের ব্যাপারে। হয়তো শুক্রবারই চলে আসবেন তিনি। যদিও এই মরশুমের শুরুতে মর্গ্যানকে আনতে চাইলেও বেঁকে বসেন সচিব কল্যান মজুমদার। তখন বিশ্বজিৎ ভট্টাচার্যকে নিয়ে আসা হয় কোচ করে। কিন্তু আই লিগের দু’ম্যাচ বাকি থাকতে বেঙ্গালুরুর কাছে হেরে চ্যাম্পিয়নশিপ থেকে প্রায় ছিটকে যাওয়ায় সরে দাঁড়ান কোচ। তাঁর পদত্যাগপত্র সঙ্গে সঙ্গেই গ্রহন করে নেন ক্লাব কর্তারা। যেন অপেক্ষাতেই ছিলেন। তার পর দিনই যোগাযোগ করা হয় মর্গ্যানের সঙ্গে। কিছু শর্ত দেন তিনি। দুই পক্ষ একমত হওয়ার পর বুধবারই ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব নিতে সম্মতি জানিয়ে দেন ট্রেভর জেমস মর্গ্যান।

ইস্টবেঙ্গলে তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন মর্গ্যান। তাঁর পরবর্তি সময়ে বার বারই উঠে এসেছে মর্গ্যানের নাম। কোচ প্রসঙ্গে ভাগ হয়ে গিয়েছে কর্তারা। কিন্তু শেষ পর্যন্ত মর্গ্যানেই থামতে হল সব পক্ষকে। ফেডারেশন কাপ থেকে দলের দায়িত্ব নেবেন তিনি। তার আগেই চলে আসছেন শহরে। আই লিগের ম্যাচে দলকে দেখে নিতে। তিন বছর পর আবার ইস্টবেঙ্গলের দায়িত্ব বহু চর্চিত মর্গ্যান।

আরও খবর

ভূকম্পের মায়ানমারে সুরক্ষিতই মোহনবাগান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Morgan East Bengal Coach Federation Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE