Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মোরিনহোর মোক্ষম চালে বধ চেলসি

ম্যাচ শুরুর আগেই যেন তিনি নিজের উদ্দেশ্য পরিষ্কার করে দিলেন। গায়ে চাপানো জ্যাকেটের বাঁ দিকে বুকের কাছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লোগো। সেখানে আঙুল ঠেকিয়ে দু’বার টোকা মারলেন জোসে মোরিনহো।

নায়ক: চেলসির বিরুদ্ধে গোল করে র্যাশফোর্ডের উল্লাস। ছবি:গেটি ইমেজেস

নায়ক: চেলসির বিরুদ্ধে গোল করে র্যাশফোর্ডের উল্লাস। ছবি:গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ০৪:০৩
Share: Save:

ম্যান ইউ : চেলসি

ম্যাচ শুরুর আগেই যেন তিনি নিজের উদ্দেশ্য পরিষ্কার করে দিলেন। গায়ে চাপানো জ্যাকেটের বাঁ দিকে বুকের কাছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লোগো। সেখানে আঙুল ঠেকিয়ে দু’বার টোকা মারলেন জোসে মোরিনহো। যেন ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউ ভক্তদের আশ্বস্ত করছেন যে, আমি তোমাদেরই কোচ। তা সে যতই অতীতে চেলসিকে তিনটি ট্রফি দিয়ে থাকি। প্রতিদ্বন্দ্বী আন্তোনিও কন্তের সঙ্গে হাত মেলানোর সময়েও অসম্ভব নিস্পৃহ দেখাল তাঁকে। যেন সৌজন্য করমর্দন করতে হবে বলেই করা। শেষ পর্যন্ত কিন্তু দুই চাণক্যের দ্বৈরথে জিতে গেলেন মোরিনহো। পুরনো ক্লাবকে হারিয়ে গত বার তাঁকে মাঝপথে বরখাস্ত করার জবাবও দিলেন। একইসঙ্গে জমিয়ে দিলেন ইপিএলে খেতাবের দৌড়। চেলসি এখনও শীর্ষে থাকলেও টটেনহ্যামের সঙ্গে তাদের এখন ৪ পয়েন্টের ব্যবধান। তিন নম্বরে লিভারপুল। চার এবং পাঁচে যথাক্রমে ম্যাঞ্চেস্টার সিটি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কী ভাবে নতুন ছকে মোরিনহো থামিয়ে দিলেন কন্তে ও চেলসির রথ, তুলে দেওয়া হল সেই বিশ্লেষণ—

তারুণ্যের জয়গান: ম্যান ইউ ভক্তরা নিশ্চয়ই ভাবতেও পারেননি যে, এই ডার্বি দেখতে এসে প্রথম একাদশে জ্লাটান ইব্রাহিমোভিচকে দেখতে পাবেন না। অথচ, মোরিনহো ঠিক সেটাই করলেন। ‘ক্লান্ত, ভীষণ ক্লান্ত ইব্রা’ বলতে শোনা গেল তাঁকে। কিন্তু ইব্রার মতো তারকাকে বসিয়ে এমন কঠিন ম্যাচ খেলতে নামার দুঃসাহস সম্ভবত শুধু তিনিই দেখাতে পারেন। এই মরসুমে ১৭টি গোল করেছেন ইব্রা। দু’দিন আগেও তিনি বলেছিলেন, ‘‘আমি বেঞ্জামিন বাটনের মতো। বুড়ো হয়ে জন্মেছি, মরব তরুণ হিসেবে।’’ কিন্তু মোরিনহো সে সব বাণীকে পাত্তাই দিলেন না। ইব্রাকে বসিয়ে নবীন মার্কাস র‌্যাশফোর্ড-কে এগিয়ে দিলেন আক্রমণে প্রধান মুখ হিসেবে। সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে নামা র‌্যাশফোর্ডের দুরন্ত গতি ম্যান ইউ-এর রক্ত চলাচলই বাড়িয়ে তুলল। আন্দের এরেরার থ্রু বল থেকে যে ভাবে গতি তুলে প্রথম গোলটি করলেন র‌্যাশফোর্ড, তা ইব্রার পক্ষে করা সম্ভব হতো কি না সন্দেহ। ঠিক যে ভাবে ওয়েন রুনিকে বেঞ্চে বসিয়ে দিয়েছিলেন, এ দিন সেই কারণেই ইব্রাকে ঠেলে দিলেন বেঞ্চে। গতি তুলে চেলসিকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন তিনি। তাতে ৩৫ বছরের ইব্রা নয়, দরকার ছিল ১৯ বছরের ফুটন্ত র‌্যাশফোর্ড-কে। জেসি লিনগার্ডের সঙ্গে র‌্যাশফোর্ডের দারুণ বোঝাপড়াও পার্থক্য গড়ে দিল।

এরেরা-অস্ত্রে অ্যাজার-বধ: ব্যক্তিগত লড়াই ছিল তাঁদের। গত বার চেলসির কোচ থাকার সময় এডেন অ্যাজার রহস্যময় কারণে অফ ফর্মে চলে গিয়েছিলেন। মোরিনহোর সন্দেহ ছিল, অ্যাজার তাঁর সেরাটা দিচ্ছিলেন না। অ্যাজারের অভিযোগ ছিল, মোরিনহো তাঁকে ঠিক মতো খেলাচ্ছেন না। সব মিলিয়ে রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে চেলসির অ্যাজার বনাম তাঁর প্রাক্তন গুরুর দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিল ফুটবল দুনিয়া। এবং, মোরিনহো দেখিয়ে দিলেন, তিনিই এখনও ‘বস্‌’। আন্দের এরেরা-কে লাগিয়ে দিয়ে তিনি অ্যাজার-কে একেবারে বোতলবন্দি করে রাখলেন। দুর্ধর্ষ মার্কিং তো ছিলই, অ্যাজারের ওপর মাঝেমধ্যে বল প্রয়োগ করতেও ছাড়েননি এরেরা। দ্বিতীয়ার্ধে হলুদ কার্ডও দেখলেন। কিন্তু আসল কাজ যা করার ঠিক করে দিলেন। অ্যাজার-কে তো আটকে দিলেনই, পাশাপাশি দ্বিতীয় গোলটিও করে গেলেন এরেরা।

চেলসির চোট-সমস্যা: এ নিয়ে কোনও সন্দেহ নেই যে, দুই চাণক্যের যুদ্ধে মোরিনহোর মাস্টারস্ট্রোকের কাছে হেরে গেলেন কন্তে। কিন্তু তাঁকে সমস্যায় ফেলেছিল কয়েক জনের অনুপস্থিতিও। যেমন গোলে পাননি থিবু কুর্তুয়া-কে। বিতর্কিত তথ্য হচ্ছে, বিজ্ঞাপনের শ্যুটিংয়ে গিয়ে কুর্তুয়া গোড়ালিতে চোট লাগিয়ে ফেলেন। শরীর খারাপ থাকায় মার্কোস আলন্সো-র না খেলাটা আরও বড় ধাক্কা। একেবারে শেষ মুহূর্তে প্রথম একাদশ পাল্টাতে হল কন্তে-কে।

ম্যাচের সেরা র‌্যাশফোর্ড: এক বছর আগে দুর্দান্ত প্রতিভা হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে উদয় ঘটেছিল তাঁর। কিন্তু নায়কের ভূমিকায় দেখা দিতে অনেকটা সময় লেগে গেল র‌্যাশফোর্ডের। মরসুমে এখনও পর্যন্ত মাত্র চার গোল করেছেন। যা তাঁর প্রতিভার সঠিক পরিচায়ক নয়। যদিও রবিবার গুরুত্বপূর্ণ স্থান পরিবর্তন ঘটল তাঁর। এত দিন ইব্রাহিমোভিচের পরিবর্ত হিসেবে দেখা হচ্ছিল তাঁকে। এ দিন তিনি প্রথম একাদশে জায়গা পেলেন। তাঁর পরিবর্ত হিসেবে নামলেন ইব্রা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE