Advertisement
০৬ মে ২০২৪

‘পরম্পরা’ তুলে দিতে পেরেই গর্বিত ধোনি

শুক্রবার হায়দরাবাদে ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন ধোনি। সেখানেই তিনি জানিয়ে দেন, ভারতীয় জার্সির পরম্পরা নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়াটা একটা প্রাপ্তি ও গর্বের ব্যাপার।

উন্মোচন: ভারতের নতুন জার্সিতে বাঁ দিক থেকে অজিঙ্ক রাহানে, জেমাইমা রদ্রিগেস, বিরাট কোহালি, ধোনি, পৃথ্বী শ ও হরমনপ্রীত কৌর। নিজস্ব চিত্র

উন্মোচন: ভারতের নতুন জার্সিতে বাঁ দিক থেকে অজিঙ্ক রাহানে, জেমাইমা রদ্রিগেস, বিরাট কোহালি, ধোনি, পৃথ্বী শ ও হরমনপ্রীত কৌর। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হায়দরাবাদ শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ০৫:০০
Share: Save:

ভারতের হয়ে দুই ফর্ম্যাটেই তিনি বিশ্বজয়ী অধিনায়ক। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। আর তার চার বছর পরে ২০১১ তে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে।

সেই মহেন্দ্র সিংহ ধোনি বলছেন, তিরাশির বিশ্বকাপে কপিলদেবের নেতৃত্বে ভারতীয় দলের কাপ জেতাটাই তাঁর অনুপ্রেরণা।

শুক্রবার হায়দরাবাদে ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন ধোনি। সেখানেই তিনি জানিয়ে দেন, ভারতীয় জার্সির পরম্পরা নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়াটা একটা প্রাপ্তি ও গর্বের ব্যাপার। অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহালি, টেস্টে ভারতের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে, উইকেটকিপার পৃথ্বী শ এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই তারকা জেমাইমা রদ্রিগেস ও হরমনপ্রীত কৌর।

সেখানেই ধোনি বলেন, ‘‘মাঝে মাঝে স্মৃতিচারণ করতে ভালই লাগে। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের সময়ে আমরা খুব ছোট ছিলাম। পরে ভিডিয়ো ক্লিপিংসে দেখেছি, কী ভাবে সবাই জয়ের পরে উৎসব করেছিল। এর পরে ২০০৭ সালে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতি। বোঝা গেল, আন্তর্জাতিক মঞ্চেও চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আমরা অর্জন করে ফেলেছি। এটা একটা ভাল দিক যে আমরা এই পরম্পরাটা এগিয়ে নিয়ে গিয়ে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পেরেছি। এই ধারাবাহিকতা দেখানোর জন্য আমরা গর্বিত।’’

প্রাক্তন ভারত অধিনায়ক ধোনি আরও বলেন, ‘‘ভারতীয় জার্সির উত্তরাধিকার বহন করা আমার কাছে গর্বের বিষয়। শুধু বিশ্বকাপ নয়, এর বাইরেও প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা, এক নম্বর দল হওয়া। এগুলো সবই আমার কাছে প্রেরণা। ভারতীয় ক্রিকেট দলের হয়ে নেমে সাফল্যের এই দীর্ঘ পথে হাঁটতে পারাও আমার কাছে একটা বিশাল বড় অনুপ্রেরণা।’’

ধোনি সঙ্গে যোগ করেন, ‘‘ধারাবাহিকতা বহন করে এগিয়ে চলেছি আমরা। যা অত্যন্ত গর্বের। ইংল্যান্ডে অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপেও বজায় রাখতে হবে।’’

ধোনির পাশাপাশি বক্তব্য রাখেন ভারত অধিনায়ক বিরাট কোহালিও। তিনি বলেন, ‘‘এই জার্সি বেশ কিছু গর্ব ও গুরুত্বের মুহূর্ত বহন করে। যা দলের প্রত্যেককে বুঝতে হবে। সেটার সঙ্গে তাল রেখেই বুঝিয়েদেওয়া চাই জার্সির মান রক্ষা করতে কতটা উদ্যোগী আমরা।’’ কোহালি আরও বলেন, ‘‘জয়ের জন্য প্রতি মিনিটেই নিজেকে নিংড়ে দিতে হবে। সেটাই একমাত্র লক্ষ্য। সেই কারণেই আমাদের এই জার্সি দেওয়া হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE