Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ধোনির অর্ধেকও এখনও শেষ হয়নি, হুঁশিয়ারি শাস্ত্রীর

ধোনির অবসর-জল্পনায় ব্যস্ত যাঁরা, তাঁদের উদ্দেশে ভারতীয় কোচের স্পষ্ট বার্তা, ‘‘আপনারা ভুল করছেন। আগামী দিনগুলোতে অনেক বিস্ময়ও অপেক্ষা করে আছে আপনাদের জন্য।

মুগ্ধ: ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত কোচ শাস্ত্রী। ফাইল চিত্র

মুগ্ধ: ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত কোচ শাস্ত্রী। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৭ ০২:১৪
Share: Save:

নিন্দুকরা যাই বলুন, তাঁদের মতামত উড়িয়ে দিয়ে মহেন্দ্র সিংহ ধোনির পাশে দাঁড়ালেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। জানিয়ে দিলেন, ধোনির এখন অনেক কিছু দেওয়ার বাকি এবং তিনি ২০১৯ বিশ্বকাপের পরিকল্পনাতেও ভাল মতোই রয়েছেন। প্রাক্তন ভারত অধিনায়কের অবসর নিয়ে এত দিন যে সমস্ত জল্পনা চলছিল, তাতে কার্যত যবনিকা ফেলে দিলেন শাস্ত্রী।

বৃহস্পতিবারই কলম্বোয় যিনি ৩০০তম ওয়ান ডে ম্যাচ খেললেন, সেই ধোনি শ্রীলঙ্কায় চলতি সিরিজে দারুণ ফর্মে। ভারতের বিশ্বকাপ-পরিকল্পনায় তিনি যে ভাল মতো রয়েছেন, তা জানিয়ে দিয়ে শাস্ত্রী সংবাদ সংস্থাকে শুক্রবার বলেন, ‘‘ধোনি জীবন্ত কিংবদন্তি। ড্রেসিংরুমে ও থাকলে তার বিশাল প্রভাব পড়ে ছেলেদের ওপর। আমার তো মনে হয় ও এখনও অর্ধেকও ফুরোয়নি। অনেক কিছু দেওয়ার বাকি।’’

ধোনির অবসর-জল্পনায় ব্যস্ত যাঁরা, তাঁদের উদ্দেশে ভারতীয় কোচের স্পষ্ট বার্তা, ‘‘আপনারা ভুল করছেন। আগামী দিনগুলোতে অনেক বিস্ময়ও অপেক্ষা করে আছে আপনাদের জন্য। বুড়ো ঘোড়ার এখনও অনেক দৌড়নো বাকি।’’ এই নিয়ে তিনি আরও বলেন, ‘‘সুনীল গাওস্কর বা সচিন তেন্ডুলকর যখন এই বয়সে ছিল, তখনও কি ওদের পরিবর্ত কাউকে চাওয়া হয়েছিল? ধোনি যখন সেরা, তখন এ সব কথা পাত্তা দেওয়ারই দরকার নেই।’’ উইকেট কিপার হিসেবেও ধোনির ধারে কাছে কেউ আসে বলে মনে করেন না শাস্ত্রী। বলেন, ‘‘সীমিত ওভারে ওর চেয়ে ভাল কিপার আর কেউ নেই। এটাই যথেষ্ট। ওর ব্যাটিং পরিসংখ্যান ভুলেই যান।’’

আরও পড়ুন: সরাসরি বিশ্বকাপ খেলা হচ্ছে না শ্রীলঙ্কার

ক্যাপ্টেন বিরাট কোহালির সুরে কোচও এ দিন জানিয়ে দেন যে দলে এখন থেকে পরীক্ষা-নিরীক্ষা চলবে। বিশ্বকাপের আগে ভারত প্রায় ৪০টা ওয়ান ডে পাবে। সেগুলিতে নানা গবেষণা চলবে। বলেন, ‘‘ম্যাচ জেতার জন্য আমরা নামি ঠিকই। তবে এখন থেকে আমাদের কাছে বিভিন্ন কম্বিনেশন খেলানোই আসল কথা। হার-জিত নয়। দলের প্রত্যেক সদস্যকে ঘুরিয়ে ফিরিয়ে ম্যাচ খেলানো হবে, যাতে বিশ্বকাপে যথেষ্ট অভিজ্ঞতা নিয়ে নামতে পারে তারা।’’ বিশ্বকাপ শুরুর আগে তাঁদের পরিকল্পনা নিয়ে শাস্ত্রী বলছেন, ‘‘বিশ্বকাপের ঠিক ১২ থেকে ১৫ মাস আগে আমরা ১৮-২০ জন ক্রিকেটারকে পেয়ে যাব, যাদের মধ্যে থেকেই বিশ্বকাপের দল বাছা হবে।’’

এখনই ভারতীয় দল সারা বিশ্বে যে কোনও জায়গায় সাফল্য পাওয়ার অবস্থায় রয়েছে বলে মনে করেন কোচ। তাঁর মতে, ‘‘আমরা দেশে-বিদেশে গত তিন-চার বছরে যে সাফল্য পেয়েছি, তা আর কোনও দলের রয়েছে বলে তো মনে হয় না।’’ শেষে জানিয়ে দেন, চেতেশ্বর পূজারা, আর. অশ্বিনের পরে এ বার ইশান্ত শর্মাও কাউন্টি ক্রিকেটে যাচ্ছেন আগামী বছর ইংল্যান্ড সফরের আগে সেখানে খেলার অভিজ্ঞতা পেতে।

ভারতীয় দলের ভবিষ্যতের পথ যে তৈরি, এই নিয়ে একশো শতাংশই নিশ্চিত দলের হেড কোচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE