Advertisement
০৩ মে ২০২৪
MS Dhoni

ধোনি নন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পন্থেই ভরসা নির্বাচকদের

স্যর ভিভিয়ান রিচার্ডসের দেশে ভারতের যে দলটা ক্যারিবিয়ানদের টি টোয়েন্টিতে ৩-০ হারিয়েছে, সেই একই দল নামানো হবে প্রোটিয়াদের বিরুদ্ধে।

প্রোটিয়াদের বিরুদ্ধেও হয়তো নেই ধোনি।

প্রোটিয়াদের বিরুদ্ধেও হয়তো নেই ধোনি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৯ ২০:০৭
Share: Save:

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে অনন্ত জল্পনা। প্রাক্তন ক্রিকেটাররা প্রায় প্রতিদিনই ধোনির অবসর নিয়ে মতামত জানাচ্ছেন। কিন্তু তিনি, মহেন্দ্র সিংহ ধোনি নিজের ভবিষ্যৎ নিয়ে একটি শব্দও খরচ করেননি।

বিশ্বকাপ থেকে ভারত বিদায় নেওয়ার পরে প্রায় দু’ মাস ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন মাহি। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি খেলবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের যা খবর, তাতে ধোনিকে মাঠের বাইরে রেখেই টি টোয়েন্টি সিরিজে নামছে ভারত। ১৫ সেপ্টেম্বর ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের বাকি দু’টি ম্যাচ হবে মোহালি (১৮ সেপ্টেম্বর) ও বেঙ্গালুরুতে (২২ সেপ্টেম্বর)।

স্যর ভিভিয়ান রিচার্ডসের দেশে ভারতের যে দলটা ক্যারিবিয়ানদের টি টোয়েন্টিতে ৩-০ হারিয়েছে, সেই একই দল নামানো হবে প্রোটিয়াদের বিরুদ্ধে। সে রকম হলে ধোনি ছাড়াই টি টোয়েন্টিতে খেলতে নামবে বিরাট কোহালির ভারত। আগামী মাসের ৪ তারিখ দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচন করা হবে। ২০২০ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দল দেখে নেওয়াই উদ্দেশ্য নির্বাচক কমিটির।

আরও পড়ুন: বেন স্টোকসকে ‘সর্বকালের সেরা’ বলল আইসিসি, তুমুল সমালোচনা সচিন ভক্তদের

টি টোয়েন্টির জন্য তিন জন উইকেট কিপারকে তৈরি রাখতে চান নির্বাচকরা। ঋষভ পন্থকে সুযোগ দিচ্ছেন নির্বাচকরা। তিনি ব্যর্থ হলেও তাঁকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন কোহালি-রবি শাস্ত্রীরা। সঞ্জু স্যামসনের সঙ্গে ঈষাণ কিষাণকেও উইকেটকিপার হিসেবে দেখে নিতে চান নির্বাচকরা। এ সব থেকেই পরিষ্কার ভবিষ্যতের কথা মাথায় রেখেই ভারতীয় দল গড়ার কথা ভাবা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MS Dhoni T 20 India South Africa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE