Advertisement
২৩ এপ্রিল ২০২৪
India

পুরনো মদের সঙ্গে নিজেকে তুলনা করলেন মাহি

তাঁর পারফরম্যান্স নিয়ে বেশ কিছু দিন ধরেই সরব হয়েছিলেন সমালোচকরা। ম্যাচ জেতার পর যেন তাঁদেরই জবাব দিলেন মাহি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ধোনি। ছবি: এএফপি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ধোনি। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ২০:০৫
Share: Save:

অ্যন্টিগায় লড়ইয়ের পর নিজেকে পুরনো মদের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

শুক্রবার তৃতীয় এক দিনের ম্যাচে কার্যত একার হাতে টিম ইন্ডিয়াকে জয়ের রাস্তায় নিয়ে যান রাঁচির রাজপুত্র। অ্যান্টিগায় হোল্ডার-বিশুদের ঘুর্ণি ও আগুনে পেসের সামনে যখন কার্যত আত্মসমর্পণ করছেন কোহালি-রাহানেরা, তখন ক্যারিবিয়ানদের সামনে ঢাল হয়ে দাঁড়ান প্রাক্তন ভারত অধিনায়ক। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা ধরে খেললেও, পরে নিজের মেজাজেই পাওয়া যায় বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৭৯ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহি।

আরও পড়ুন: কোচ নির্বাচন নিয়ে মুখ খুলে বিরাটের হয়ে সওয়াল সৌরভের

তাঁর পারফরম্যান্স নিয়ে বেশ কিছু দিন ধরেই সরব হয়েছিলেন সমালোচকরা। ম্যাচ জেতার পর যেন তাঁদেরই জবাব দিলেন মাহি। সাংবাদিকদের বললেন, “আমি অনেকটা পুরনো মদের মত।” হয়ত বুঝিয়ে দিতে চাইলেন বয়স হলেও মাহি আছেন স্ব-মেজাজেই। নিজের ব্যাটিংয়ের পাশাপাশি কেদার যাদব ও চায়নাম্যান কুলদীপ যাদবেরও প্রশংসা শোনা যায় ধোনির গলায়।

কুলদীপ ও কেদারের প্রসঙ্গে ধোনি বলেন, “এই উইকেটে পার্টনারশিপ গড়া জরুরি ছিল। কেদার সেই কাজটা খুব ভালো মতই করেছে অন্য দিকে, কুলদীপের বোলিংও ছিল অনবদ্য। তবে ওকে আরও উন্নতি করতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE