Advertisement
E-Paper

হার্দিক-রাহুল বিতর্ক প্রভাব ফেলতে পারবে না ধোনি আছে বলেই, বিশ্বাস গাওস্করের

বৃহস্পতিবারই ধোনির উপস্থিতি ভারতীয় দলের কাছে অত্যন্ত জরুরি বলে জানিয়েছিলেন সহ-অধিনায়ক রোহিত শর্মা। সুনীল গাওস্করও ধোনির দলে থাকা কত জরুরি, সেটাই জানালেন হার্দিক-রাহুল বিতর্ক টেনে এনে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ১৩:০৬
শুক্রবার সিডনিতে অনুশীলনের ফাঁকে ধোনি। ছবি বিসিসিআইয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে।

শুক্রবার সিডনিতে অনুশীলনের ফাঁকে ধোনি। ছবি বিসিসিআইয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে।

মহেন্দ্র সিংহ ধোনির উপস্থিতির জন্যই হার্দিক পান্ড্য-লোকেশ রাহুলকে নিয়ে নয়া বিতর্কের জের স্পর্শ করবে না ভারতীয় ক্রিকেট দলকে। এমনই মনে করছেন সুনীল গাওস্কর। তাঁর মতে, প্রাক্তন অধিনায়কের ধীর-স্থির ভাব, ঠান্ডা মানসিকতা রক্ষাকবচ হয়ে উঠবে শিবিরে।

ঘটনা হল, ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে দু’জনের বলা বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরগরম ক্রিকেটমহল। দুই ক্রিকেটারকে দুই ম্যাচ নির্বাসনের সুপারিশ করেছেন প্রশাসকদের কমিটির (সিওএ) প্রধান বিনোদ রাই। যা পরিস্থিতিতে তাতে শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে দুই ক্রিকেটারকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

এক বৈদ্যুতিন মাধ্যমে গাওস্কর বলেছেন, “ধোনি ফিরে এসেছে বলে যাই ঘটুক না কেন ভারতীয় ক্রিকেট দলে তার প্রভাব পড়বে না।” ফোকাস না হারিয়ে ভারত যে একদিনের সিরিজ জেতার জন্য ঝাঁপিয়ে পড়বে, সেটাও বলেছেন কিংবদন্তি ওপেনার। একদা ‘ক্যাপ্টেন কুল’ বলে পরিচিত এমএসডি ক্রিকেটারদের সঠিক পথে নিয়ন্ত্রিত করতে পারবেন বলেও আশাবাদী তিনি।

আরও পড়ুন: ‘হার্দিক-রাহুলের এই ধরনের মন্তব্য সমর্থন করে না ভারতীয় দল’​

আরও পড়ুন: বাঁশি বাজালেন শিখর, বুঁদ হয়ে শুনলেন নেটিজেনরা​

বৃহস্পতিবারই ধোনির উপস্থিতি ভারতীয় দলের কাছে অত্যন্ত জরুরি বলে জানিয়েছিলেন সহ-অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছিলেন, ধোনির অভিজ্ঞতা দলের কাছে অত্যন্ত কার্যকরী। উইকেটের পিছন থেকে ডিআরএস নেওয়া, ফিল্ড সাজানো নিয়ে তাঁর পরামর্শ অত্যন্ত উপকারী বলে জানিয়েছিলেন রোহিত। সদ্য সমাপ্ত বর্ডার-গাওস্কর ট্রফিতে ডিআরএস নেওয়ার ক্ষেত্রে কোহালি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। ধোনির উপস্থিতি তাঁকে একদিনের সিরিজে গাইড করতে পারবে বলে মনে করা হচ্ছে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

Cricket Cricketer Mahendra Singh Dhoni Sunil Gavaskar Hardik Pandya Lokesh Rahul Oneday Series India-Australia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy