Advertisement
E-Paper

ঘর নেই ধোনির, থাকেন বাসে!

মহেন্দ্র সিংহ ধোনির ঘর নেই! তিনি থাকেন একটি বাসে! আর কেউ নয়, স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনিই বলছেন এই কথা। কেন এমন কথা বললেন ভারতকে দু’বার বিশ্বকাপ দেওয়া অধিনায়ক?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১০:১৩
এই খুদের সাথেই মজায় মেতে ওঠেন মাহি।

এই খুদের সাথেই মজায় মেতে ওঠেন মাহি।

মহেন্দ্র সিংহ ধোনির ঘর নেই! তিনি থাকেন একটি বাসে! আর কেউ নয়, স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনিই বলছেন এই কথা। কেন এমন কথা বললেন ভারতকে দু’বার বিশ্বকাপ দেওয়া অধিনায়ক?

সময় পেলেই নিজের বিভিন্ন বয়সের ভক্তদের সঙ্গে কথা বলেন মাহি। কিন্তু খুদে ভক্ত পেলে তাদের সঙ্গে জমিয়ে মজার আড্ডা দেওয়া বরাবরই বেশি পছন্দ তাঁর। সেরকমই এক খুদে ভক্তের সঙ্গে কথা বলতে বলতে এমন কথাই বললেন তিনি। প্রকাশ্যে এসেছে সেই খুদেকে কোলে নিয়ে তার সঙ্গে মাহির আড্ডার একটি ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিয়োটি।

ভিডিয়োতে দেখা যাচ্ছে নিজের মেয়ে জিভার বয়সী একটি বাচ্চা মেয়ের সঙ্গে কথা বলছেন মাহি। সেই খুদে দিব্যি মাহির কোলে চড়ে তাঁকে জিজ্ঞেস করছে যে, কোথায় থাকেন ধোনি? উত্তরে ধোনি বলছেন যে, তাঁর ঘর নেই। একটি বাসের মধ্যেই মাথা গোঁজার ঠাঁই করে নিতে হয়েছে তাঁকে! ভিডিয়োটি করেছেন ধোনির স্ত্রী সাক্ষী

আরও পড়ুন: সাক্ষীর জুতোর ফিতে বাঁধলেন ধোনি, কী বলল নীতিপুলিশরা?

Main bus me hi rehta hoon 😂 #Msdhoni

A post shared by Sakshi Singh Dhoni FC 🍓 (@_sakshisingh_r) on

অস্ট্রেলিয়া সফররত ভারতীয় দলের থেকে আপাতত দূরেই মাহি। কিন্তু তাঁকে নিয়ে ভক্তদের মাতামাতি যে কম নেই তা বেশ বোঝা যাচ্ছে। এমনকি সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলসে একটি গাড়ির নম্বর প্লেটে বড় বড় করে লেখা ধোনির নাম ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই সব কিছুর পরেও তিনি যে এখনও মাটির কাছাকাছিই রয়েছেন, তার প্রমাণ পাওয়া যায় এই ভিডিয়োটি দেখলেই।

আরও পড়ুন: মার্কিন মুলুকে গাড়ির নাম্বার প্লেটেও ধোনির নাম খোদাই!

Mahendra Singh Dhoni Sakshi Dhoni Cricket Cricketer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy