Advertisement
২২ মে ২০২৪
MSK Prasad

বিতর্কিত মন্তব্যের জের, ফারুখকে তীব্র আক্রমণ নির্বাচক প্রধানের

অনুষ্কা-অধ্যায় শেষ হলেও ইঞ্জিনিয়ারের মন্তব্যের প্রেক্ষিতে ফুঁসছেন দেশের নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।

প্রসাদের তোপের মুখে এ বার ফারুখ ইঞ্জিনিয়ার। — ফাইল চিত্র।

প্রসাদের তোপের মুখে এ বার ফারুখ ইঞ্জিনিয়ার। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৯ ১৬:২০
Share: Save:

আলটপকা মন্তব্য করে অনুষ্কা শর্মার রোষের মুখে পড়তে হয়েছে প্রাক্তন ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ারকে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর তোপের মুখে পড়ে ক্ষমা চেয়ে ড্যামেজ কন্ট্রোল করেন এক সময়ের নামী উইকেটকিপার।

অনুষ্কা-অধ্যায় শেষ হলেও ইঞ্জিনিয়ারের মন্তব্যের প্রেক্ষিতে ফুঁসছেন দেশের নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ। ইঞ্জিনিয়ারকে উদ্দেশে তিনি বলেছেন, “৮২ বছর বয়সে পরিণতিবোধের পরিচয় দেওয়া উচিত ছিল। এখনকার ক্রিকেট আগের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। ক্রিকেটের এই অগ্রগতি উপভোগ করা উচিত ওঁর।’’

দেশের নির্বাচন কমিটিকে ‘মিকি মাউজ সিলেকশন কমিটি’ বলে এক সাক্ষাৎকারে কটাক্ষ করেছিলেন ফারুখ ইঞ্জিনিয়ার। সেই সাক্ষাৎকারে নির্বাচকদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ইঞ্জিনিয়ার। সেই প্রেক্ষিতে প্রসাদ বলেছেন, ‘‘এটা ভুললে চলবে না বার্ষিক সাধারণ সভায় নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে সিলেকশন কমিটি নিয়োগ করে বিসিসিআই।’’

আরও পড়ুন: অনুষ্কার কাছে ক্ষমা চেয়ে নেব, বিতর্কে ইতি টেনে বললেন ইঞ্জিনিয়ার

শুধু নির্বাচকদের কটাক্ষ করেই থেমে যাননি ইঞ্জিনিয়ার। অনুষ্কা শর্মাকে টেনে এনে ভারতীয় ক্রিকেটের একসময়ের হার্ট থ্রব বলেছিলেন, বিশ্বকাপ চলাকালীন অনুষ্কাকে চা এগিয়ে দিতেই ব্যস্ত ছিলেন নির্বাচকরা। ইঞ্জিনিয়ারের এ হেন মন্তব্যের পরে অনুষ্কা প্রতিবাদ করেন। টুইটারে দীর্ঘ এক পোস্ট করেন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর কড়া জবাবের পরে ক্ষমা চেয়ে নেন ইঞ্জিনিয়ার। প্রসাদ বলেন, ‘‘এই ধরনের বাজে কথা বলে নির্বাচক ও দেশের অধিনায়কের স্ত্রীকে অসম্মানিত করা হয়েছে। এটা ভেবেও খারাপ লাগছে।’’ অনুষ্কা থেমে গেলেও থামছেন না প্রসাদ।

আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীন অনুষ্কাকে চা এগিয়ে দিতে ব্যস্ত ছিলেন নির্বাচকরা, কটাক্ষ ইঞ্জিনিয়ারের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MSK Prasa Farokh Engineer Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE