ইংল্যান্ড সফরে টেস্ট দলে ছিলেন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ভারত ৪-১-এ হারলেও একটিও ম্যাচ খেলার সুযোগ মেলেনি করুণ নায়ারের। কোনও পরীক্ষা ছাড়াই তাঁকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে রাখা হয়নি। তা নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই নির্বাচকদের তরফে তাঁর সঙ্গে কোনও কথা না বলার অভিযোগ তুলেছেন নায়ার।
এ বার নির্বাচক কমিটির বিরুদ্ধে ওঠা সেই অভিযোগের জবাব দিলেন কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ। সোমবার তিনি বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল নির্বাচনের পরেই আমি করুণের সঙ্গে ব্যাক্তিগত ভাবে কথা বলেছিলাম। ওকে এটাও বলেছিলাম, কী ভাবে দলে ফিরতে হবে। নির্বাচনী কমিটি যোগাযোগের বিষয়ে সব সময়ই খুব স্বচ্ছ।’’
করুণ দ্বিতীয় ক্রিকেটার, যিনি ভারতের হয়ে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ডে টেস্ট দলে ছিলেনও করুণ। কিন্তু শেষ টেস্টে যখন দলে পরিবর্তন আনা হল, তখন সুযোগ দেওয়া হয় হনুমান বিহারীকে। তিনি অভিষেক ম্যাচে ব্যাটে-বলে টিম ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করেছিলেন। হাফ সেঞ্চুরির সঙ্গে সঙ্গে ৩ উইকেটও এসেছিল। কিন্তু, শেষ ম্যাচে সুযোগ না পাওয়ায় নিজেকে আর প্রমাণের কোনও সুযোগই পাননি করুণ।