Advertisement
০৫ মে ২০২৪
Sports News

এমএসএন-এর গোলে বড় জয়, শীর্ষে চলে গেল বার্সেলোনা

জিতে লা লিগার শীর্ষে উঠে এল বার্সেলোনা। বুধবার রাতে ক্যাম্প ন্যুতে প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে রিয়েল মাদ্রিদের থেকে এক পয়েন্ট এগিয়ে ৫৭ নিয়ে ছাপিয়ে গেলেন মেসিরা। যদিও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। এদিন শুরু থেকে শেষ পুরো ম্যাচেই রাজত্ব ছিল বার্সেলোনারই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ১৬:৩১
Share: Save:

বার্সেলোনা ৬ (মেসি, সুয়ারেজ-২, গার্সিয়া, নেইমার, রাকিটিচ)

স্পোর্টিং গিজঁ ১ (কার্লোস)

জিতে লা লিগার শীর্ষে উঠে এল বার্সেলোনা। বুধবার রাতে ক্যাম্প ন্যুতে প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে রিয়েল মাদ্রিদের থেকে এক পয়েন্ট এগিয়ে ৫৭ নিয়ে ছাপিয়ে গেলেন মেসিরা। যদিও ঘারে নিঃশ্বাস ফেলছে রিয়েল মাদ্রিদ। এদিন শুরু থেকে শেষ পুরো ম্যাচেই রাজত্ব ছিল বার্সেলোনারই। যার ফল গোল পেলেন মেসি থেকে সুয়ারেজ, নেইমার থেকে রাকিটিচ সকলেই। জয়ের ব্যবধান দাড়াল পাঁচ গোলের। শুরু করেছিলেন লিও মেসিই। শেষ করলেন রাকিটিচ। বার্সেলোনা ম্যাচ শুরু করেছিল চেনা ছকে ৪-৩-৩ এই। নিচ থেকে দু’নম্বরে থাকা স্পোর্টিংকে নিয়ে অবশ্য অন্য কিছু ভাবেনি অতি বড় স্পোর্টিং সমর্থকও। প্রত্যাশা মতই সহজ জয় ছিনিয়ে নিয়েছে বার্সেলোনা।

আরও খবর: ৪৬ বছরের রেকর্ড ছুঁয়ে রিয়ালের হার বাঁচালেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো

গোল করছেন সুয়ারেজ।

ম্যাচ শুরুর ন’মিনিটের মধ্যেই বার্সেলোনার হয়ে গোলের মুখ খুলে ফেলেছিলেন লিওনেল মেসি। মাসচেরানোর একটা মাপ ক্রসে মেসির সেই চেনা হেডেই শুরু। ঠিক তার দু’মিনিটের মধ্যেই ব্যবধান বাড়িয়ে নেন সুয়ারেজ। নেইমারের একটি অসাধারণ পাস ধরে সুয়ারেজের ফিনিশ প্রতিপক্ষ গোলকিপারকে কাটিয়ে। গোল লাইন থেকে বল ক্লিয়ার করার একটা বৃথা চেষ্টা করেছিলেন রডরিগেজ। কিন্তু উল্টে তা চলে যায় নিজের গোলেই। যদিও গোল দেওয়া হয় সুয়ারেজকেই। ২১ মিনিটে হঠাৎই জ্বলে ওঠে স্পোর্টিং। কার্লোস ক্যাস্ত্রো গার্সিয়ার গোলে ২-১ করে যায় বার্সার প্রতিপক্ষ। বার্সার পয়েন্ট কাড়ার জন্য অবশ্য সেটা যথেষ্ট ছিল না। ২৭ মিনিটেই ৩-১ করেন সেই সুয়ারেজই। গোল অফ দ্য ম্যাচ ছিল এটিই। বার্সার একটা হাফ চান্স কোনও রকমে ক্লিয়ার করেছিলেন প্রতিপক্ষ রক্ষণ। কিন্তু সেই বল পেয়ে যান সুয়ারেজ। চলতি বলেই তাঁর ডান পায়ের ভলি চলে যায় গোলে। প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলেই।

বার্সেলোনা শিবিরে জয়ের উল্লাস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুয়ারেজকে তুলে ফ্রান্সিসকো আলকাসের গার্সিয়াকে নামিয়ে দেন বার্সা কোচ। এক কথায় এটাই ছিল সুপার সাব। ৪৬ মিনিটে নেমে ৪৯ মিনিটে বার্সার হয়ে নিজের নামের পাশে গোল লিখে নেন তিনি। তাঁর জন্য অবশ্য গোলের রাস্তাটা পরিষ্কার করে দিয়েছিলেন মেসিই। ৪-১ গোলে এগিয়ে গিয়ে মেসিকেও তুলে নেন কোচ। ৬৫ মিনিটে নিজের কাজটি করে যান নেইমার। ছ’গোলের ম্যাচে নিজেদের নামের পাশে গোল লিখিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিলেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লাইন। মেরসি, সুয়ারেজের পর ৬৫ মিনিটে নেইমারের ফ্রিকিক বাঁক খেয়ে ঢুকে যায় স্পোর্টিং গোলে। গোলকিপার ঝাঁপালেও কাজের কাজ কিছু হয়নি। ৮৭ মিনিটে শেষ কাজটি করে যান ইভান রাকিটিচ।

ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leonel Messi Luis Suarez La Liga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE