Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সনিদের ড্রয়ে চারে কলকাতা

নিজে গোল করলেন, গোল করালেনও। তবে ভাল খেলেও টিমকে জেতাতে পারলেন না মোহনবাগানের সনি নর্ডি। দিল্লি ডায়নামোসের সঙ্গে টানটান উত্তেজনার ম্যাচে ৩-৩ ড্র করল সনির মুম্বই সিটি এফসি। অথচ বিরতির আগেই ভাডোচের জোড়া গোলে এগিয়ে গিয়েছিল মুম্বই।

দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচে নর্ডি। ছবি: আইএসএল

দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচে নর্ডি। ছবি: আইএসএল

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০৩:১০
Share: Save:

নিজে গোল করলেন, গোল করালেনও। তবে ভাল খেলেও টিমকে জেতাতে পারলেন না মোহনবাগানের সনি নর্ডি। দিল্লি ডায়নামোসের সঙ্গে টানটান উত্তেজনার ম্যাচে ৩-৩ ড্র করল সনির মুম্বই সিটি এফসি। অথচ বিরতির আগেই ভাডোচের জোড়া গোলে এগিয়ে গিয়েছিল মুম্বই। এর মধ্যে দ্বিতীয় গোলটি হয় সনির ফ্রি-কিক থেকে নেওয়ার শটের সৌজন্যে। বিরতির পর অবশ্য আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে দিল্লি। গাডজের গোলে ১-২ করে জামব্রোতার টিম। এর পর সনির গোলে আবার ব্যবধান বাড়ায় মুম্বই। তবে ১-৩ পিছিয়ে পড়েও হাল ছাড়েনি দিল্লি। পরির্তে নামা সেনেগালের স্ট্রাইকার বাডারা বাডজি ব্যবধান কমান। ম্যাচের শেষের দিকে পেনাল্টি পায় জামব্রোতার টিম। মারচেলিনহো পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরাতে কোনও ভুলই করেননি। এ দিনের ম্যাচ ড্র হওয়ায় চারে নেমে গেল আটলেটিকো দে কলকাতা (চার ম্যাচে ছয় পয়েন্ট)। দিল্লি চার ম্যাচে কলকাতার সমান পয়েন্ট পেয়েই গোলপার্থক্যে তিনে উঠে এল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sony Norde ISL Mumbai City FC Delhi Dynamos
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE