Advertisement
E-Paper

নারী দিবসে রোহিত-যুবিদের বার্তা, ভিডিয়ো পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের পোস্ট করা ভিডিয়োয় নারী দিবস উপলক্ষে মুখ খুললেন রোহিত শর্মা, যুবরাজ সিংহ, জশপ্রীত বুমরা। যা নেট-দুনিয়ার প্রশংসা কাড়ল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ১৪:১১
নারী দিবস নিয়ে বার্তা দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা, যুবরাজ  সিংহ ও জশপ্রীত বুমরা।

নারী দিবস নিয়ে বার্তা দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা, যুবরাজ সিংহ ও জশপ্রীত বুমরা।

নারী দিবসকে দিওয়ালির মতনই বড় উৎসবের আকারে দেখতে চান রোহিত শর্মা। যুবরাজ সিংহের জীবনে নারীরা হলেন অবিচ্ছেদ্য অংশ। আর নারীদের থেকে সবসময় শক্তি আর আত্মবিশ্বাস পেয়েছেন জশপ্রীত বুমরা।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের পোস্ট করা ভিডিয়োয় নারী দিবস উপলক্ষে এ ভাবেই মুখ খুললেন রোহিত-যুবরাজ-বুমরা। যা নেট-দুনিয়ার প্রশংসা কাড়ল। মুম্বই ইন্ডিয়ান্সের পোস্ট করা ভিডিয়োর শিরোনাম ছিল, ‘ নারী দিবসই হওয়া উচিত দেশের সবচেয়ে উৎসবমুখর দিন।’

ভিডিয়োয় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা বলেন, “মহিলারাই আমার জীবন একেবারে পাল্টে দিয়েছেন। তাই এই দিনটা দিওয়ালির মতোই বড় করে পালনের পক্ষে আমি। এটাই দেশের সবচেয়ে উৎসবের দিন হওয়া দরকার।” পুরুষের চেয়ে নারীকে এগিয়ে রাখেন জশপ্রীত বুমরা। তিনি বলেন, “মহিলাদের সবসময়ই পুরুষদের চেয়ে এগিয়ে বলে ভাবি। আমি সবসময়ই মহিলাদের থেকে শক্তি পেয়েছি, নিজের উপর বিশ্বাস বাড়াতে সাহায্য করেছেন মহিলারা। তাই আমার জীবনে মহিলাদের উপস্থিতিতে খুশি। কোনও পরিস্থিতিতেই মহিলাদের দুর্বল দেখিনি। ভাল সময়ের মতো কঠিন সময়েও পাশে পেয়েছি।”

নারী দিবস উপলক্ষে খেলুন কুইজ

আরও পড়ুন: ধোনি-জাডেজা জুটির সামনে অনন্য রেকর্ডের হাতছানি

আরও পড়ুন: আর ২৭ রান করলে একদিনের ক্রিকেটে কোন রেকর্ড হবে কোহালির?​

এ বারের আইপিএলেই প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সে খেলতে দেখা যাবে যুবরাজ সিংহকে। তিনি বলেছেন, “মহিলারা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মহিলাদের ছাড়া আমরা কিছুই নই। আমার কাছে মহিলাদের স্থান অনেক উঁচুতে। মা যেমন বছরের পর বছর লড়াইয়ের মধ্যে দিয়ে বড় করে তুলেছেন আমাকে। বোনদেরও একই ভাবে বড় করে তুলেছেন মা।”

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

Cricket Cricketer Rohit Sharma Yuvraj Singh Jasprit Bumrah International Womens' Day আন্তর্জাতিক নারী দিবস
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy