শ্রীলঙ্কা সফরে দলে ফিরলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। দুই টেস্টের জন্য বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন পেসার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দুরন্ত পারফর্ম করায় আবার জাতীয় দলে ফিরলেন রুবেল।
এ ছাড়া অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকেও দলে রাখা হয়েছে। ইনজুরির কারণে বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস। মুস্তাফিজকে জায়গা দিতে শফিউল ইসলামকে দলের বাইরে রাখা হয়েছে। দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি২০ ম্যাচ খেলার জন্য ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও মুস্তাফিজুর রহমান।
আরও খবর: আইপিএল-এ কোন দল কেমন হল?