আইসিসি-র পুরস্কার পাওয়ার খবর নিজেই বাবা-মা-কে দিলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার বিকেলে নিউজিল্যান্ডে সফররত মুস্তাফিজুর সাতক্ষীরায় তাঁর গ্রামের বাড়িতে ফোন করে মা-কে প্রথম খবরটা দেন। নিউজিল্যান্ডে তখন রাত। তেঁতুলিয়া গ্রামের বাড়িতে বাবা আবুল কাশেম গাজি, মা মাহমুদা খাতুন ও সেজোভাই মোকলেছুর রহমানের সঙ্গে প্রায় আধঘণ্টা কথা হয় বলে তাঁর পারিবারিক সূত্রে জানা যায় এ দিন। আইসিসি-র বিচারে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। নিউজিল্যান্ড থেকে ফোনে পরিবরের সদস্যদের তিনি জানান, এই সাফল্যে উজ্জীবিত হয়ে আরও ভাল খেলার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কাউন্টি ক্রিকেটে গিয়ে কাঁধে চোট পাওয়ার পাঁচ মাস পরে ক্রিকেটে ফিরে বৃহস্পতিবারই প্রস্তুতি ম্যাচে তিনি নিউজিল্যান্ড একাদশ দলের বিরুদ্ধে দু’উইকেট নেন।