Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বার্সেলোনায় জিতে রাজকীয় প্রত্যাবর্তন নাদালের

এ ভাবেও ফিরে আসা যায়! বা হয়ত এ ভাবেই ফিরে আসা যায়...এ ভাবেই ফিরে আসেন গ্রেটরা...। একের পর একটা গ্র্যান্ডস্লামে পরাজয়ের ধাক্কা। আপাতত হাতছাড়া ফরাসী ওপেনের নিজের সাম্রাজ্যটা। বিশ্ব র‌্যাঙ্কিয়ে পাঁচ নম্বর জায়গাটাও নড়বড় করছে। মোটামুটি তাঁর টেনিস কেরিয়ারের অবিচুয়ারিটা লিখে ফেলেছেন টেনিস বোদ্ধারা। ঠিক এই সময় ফিরে এলেন তিনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ১৭:৩৮
Share: Save:

এ ভাবেও ফিরে আসা যায়! বা হয়ত এ ভাবেই ফিরে আসা যায়...এ ভাবেই ফিরে আসেন গ্রেটরা...। একের পর একটা গ্র্যান্ডস্লামে পরাজয়ের ধাক্কা। আপাতত হাতছাড়া ফরাসী ওপেনের নিজের সাম্রাজ্যটা। বিশ্ব র‌্যাঙ্কিয়ে পাঁচ নম্বর জায়গাটাও নড়বড় করছে। মোটামুটি তাঁর টেনিস কেরিয়ারের অবিচুয়ারিটা লিখে ফেলেছেন টেনিস বোদ্ধারা। ঠিক এই সময় ফিরে এলেন তিনি। জ্বলে উঠলেন ফিনিক্সের মতোই। রবিবার বার্সেলোনা ওপেনের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ান জাপানের কেই নিশিকরিকে উড়িয়ে দিলেন ৬-৪, ৭-৫-এ। ক্লে কোর্টের রাজা। ছুঁয়ে ফেললেন আর এক কিংবদন্তী আর্জেন্টিনীয় ইলেরমো ভিলাকে। ক্লে কোর্টে সব থেকে বেশি ম্যাচ জয় এখন তাঁর পকেটে। আবার ক্লে কোর্টে সেরার আসনে তিনি, রাফায়েল নাদাল। এ বারেরটা নিয়ে জিতলেন তাঁর ন’নম্বর ট্রফিটা।

প্রথম সেটে নাদালের সামনে কার্যত দাঁড়াতেই পারেননি নিশিকরি। দ্বিতীয় সেটে কিছুটা লড়াইয়ে ফিরলেও শেষ রক্ষা হয়নি।

গত সপ্তাহেই জিতেছেন মন্টেকার্লো মাস্টার্স। আর এ বার বার্সেলোনা ওপেন। জুন মাসে ফরাসি ওপেনের আগে ক্লে কোর্টে পরপর দু’টো ট্রফি জিতে নাদাল বুঝিয়ে দিলেন পুরনো সাম্রাজ্য পুনরুদ্ধারে তিনি প্রস্তুত। জোকার, ফেড এক্স, আপনারা লক্ষ্য রাখছেন তো?

আরও পড়ুন-সেমিফাইনালের আগে চোট রোনাল্ডো-বেঞ্জিমার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nadal barcelona open nishikori clay court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE