Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Cricket

‘এই ইনিংস কোহালি খেললে সবাই প্রশংসা করত’, বলছেন বাবরে মুগ্ধ নাসের হুসেন

জোফ্রা আর্চার, ক্রিস ব্রড, জিমি অ্যান্ডারসনদের সামলে বাবর আজম অপরাজিত রয়েছেন ৬৯ রানে। অন্য দিকে, শান মাসুদ ৪৬ রানে ক্রিজে রয়েছেন।

ওল্ড ট্র্যাফোর্ডে রাজকীয় ইনিংস খেলার পথে বাবর আজম। ছবি: সোশ্যাল মিডিয়া।

ওল্ড ট্র্যাফোর্ডে রাজকীয় ইনিংস খেলার পথে বাবর আজম। ছবি: সোশ্যাল মিডিয়া।

সংবাদ সংস্থা
ম্যাঞ্চেস্টার শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২০ ১৩:২৬
Share: Save:

ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাবর আজম বুধবার যখন ব্যাট হাতে নামছেন, তখন পাকিস্তানের রান ২ উইকেটে ৪৩। শুরুতেই লেগে গিয়েছে ঠকঠকানি। সেই জায়গা থেকে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে পাকিস্তান করেছে ২ উইকেটে ১৩৯ রান।

জোফ্রা আর্চার, ক্রিস ব্রড, জিমি অ্যান্ডারসনদের সামলে বাবর আজম অপরাজিত রয়েছেন ৬৯ রানে। অন্য দিকে, শান মাসুদ ৪৬ রানে ক্রিজে রয়েছেন। দুই ব্যাটসম্যানের জন্য পাকিস্তান শুরুর ধুকপুকানি কাটিয়ে উঠেছে।

বাবর আজমের ইনিংস দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্টের ধারাভাষ্যকারও নাসের। বাবর আজমের ইনিংস দেখে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেই ফেলেছেন, ‘‘বাবর যে ইনিংসটা খেলেছে, সেটা যদি কোহালি খেলত, তা হলে সবাই কোহলির প্রশংসায় মেতে উঠতেন। বাবর আজমের প্রশংসা করতেই আমাদের যেন কত অনীহা।’’

আরও পড়ুন: আইপিএল টসের সময় ইলেকট্রনিক টিমলিস্ট আসছে

অনেকেই আগে বলেছেন, কোহালির ক্লাসেরই ব্যাটসম্যান বাবর আজম। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সেই সুরেই বলছেন, ‘‘বাবর আজমের বয়স কম। ওর খেলার মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে।’’ ক্রিকেট বিশেষজ্ঞরা বলে থাকেন, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট আর স্টিভ স্মিথকে নিয়ে ফ্যাব ফোর। নাসের হুসেন বলছেন, ‘‘সবাই বলে ফ্যাব ফোরের কথা। কিন্তু আমার মতে এটা হওয়া উচিত ফ্যাব ফাইভ। এর মধ্যে অন্তর্ভুক্ত করা হোক বাবরকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nasser Hussain Virat Kohli Babar Azam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE