Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Indian Cricket

নেট বোলার হিসেবে গিয়ে ৩ ফরম্যাটেই অভিষেক, নজির নটরাজনের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে অভিষেক করে নজির গড়লেন ভারতীয় পেসার টি নটরাজন।এর আগে কোনও ভারতীয় একই সফরে তিনটি ফরম্যাটে অভিষেক করেননি।

তিন ফরম্যাটেই অভিষেক করে নজির গড়েছেন নটরাজন

তিন ফরম্যাটেই অভিষেক করে নজির গড়েছেন নটরাজন

নিজস্ব প্রতিনিধি
কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ১৫:২৬
Share: Save:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে অভিষেক করে নজির গড়লেন ভারতীয় পেসার টি নটরাজন। নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়া সফরে গেলেও একই সফরে ৩ টি ফরম্যাটেই অভিষেক করলেন ২৯ বছর বয়সী এই পেসার। এর আগে কোনও ভারতীয় একই সফরে তিনটি ফরম্যাটে অভিষেক করেননি।
চোটে জর্জরিত ভারতীয় দল ভরসা রাখছে নটরাজনের ওপর। চতুর্থ টেস্টের প্রথম দিনেই দুটি উইকেটও পেয়েছেন তিনি। ম্যথু ওয়েড ও শতরান করা মার্নাস লাবুশানের উইকেট তুলে নেন তিনি।
তৃতীয় ওয়ান ডে তে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক করেছিলেন তামিলনাড়ুর এই পেসার। সেই ম্যাচেও দুটি উইকেট পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে ভারত ১৩ রানে জয় পায়। এর আগে, তিন ম্যাচের টি ২০ সিরিজেও ছয়টি উইকেট তুলে নজর কাড়েন তিনি।
সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দারুণ পারফর্ম করেন নটরাজন। গোটা টুর্নামেন্টে ১৬ টি উইকেট তুলে নেন তিনি। তার পুরষ্কার হিসেবেই অস্ট্রেলিয়া সফরে সুযোগ পান তিনি। নটরাজনের এই রেকর্ডের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিও।

আরও পড়ুন: এক সিরিজে ২০ ক্রিকেটার! অভিনব রেকর্ড ভারতীয় দলের

আরও পড়ুন: বুমরা, অশ্বিনদের সঙ্গে চোটের লিস্টে নাম লেখালেন নবদীপ সাইনিও

প্রথম দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৭৪ রান করেছে অস্ট্রেলিয়া উইকেটে আছেন অলরাউন্ডার গ্রিন ও অধিনায়ক পেন। নটরাজন দুটি আর মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট পেয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Cricket T Natrajan BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE