Advertisement
০৬ মে ২০২৪
No. 1 in Men's Javelin Throw

অলিম্পিক্সে সোনাজয়ী নীরজের নজির! জ্যাভলিনে বিশ্বের ১ নম্বর হলেন ভারতীয় ক্রীড়াবিদ

অলিম্পিক্সে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়া এ বার নজির গড়লেন। জ্যাভলিনে ক্রমতালিকায় বিশ্বের ১ নম্বর খেলোয়াড় হয়েছেন তিনি।

Neeraj Chopra

টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতেছেন নীরজ চোপড়া। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৩ ২০:৩০
Share: Save:

জ্যাভলিনে নজির গড়লেন নীরজ চোপড়া। জ্যাভলিনে ক্রমতালিকায় বিশ্বের ১ নম্বর হলেন তিনি। নীরজই একমাত্র ভারতীয় যিনি এই কীর্তি গড়েছেন। এত দিন ১ নম্বরে ছিলেন গ্রেনাডার জ্যাভলিন খেলোয়াড় অ্যান্ডারসন পিটার্স। তাঁকে সরিয়ে শীর্ষে উঠেছেন নীরজ।

২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিনে ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। অভিনব বিন্দ্রার পরে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে সেটিই ছিল দ্বিতীয় সোনা জয়।

অলিম্পিক্সে সোনা জিতেই থেমে থাকেননি নীরজ। জুরিখে ডায়মন্ড লিগে সোনা জেতেন তিনি। সেখানে আরও বেশি দূরে (৮৯.৬৩) জ্যাভলিন ছোড়েন তিনি। তাঁর পারফরম্যান্স বুঝিয়ে দিচ্ছিল শুধু অলিম্পিক্সে সোনা জিতে সন্তুষ্ট নন নীরজ। আরও পরিশ্রম করছেন তিনি। নীরজ নিজেই জানিয়েছিলেন, ৯০ মিটারের বেশি দূরে জ্যাভলিন ছুড়তে চান তিনি। সেই লক্ষ্যে নিজেকে তৈরি করছেন।

নীরজকে ১ নম্বরে নিয়ে যেতে সাহায্য করেছে দোহা ডায়মন্ড লিগে সোনা জয়। সেখানে ৮৮.৬৭ মিটার ছোড়েন তিনি। গত বার দোহায় ৯৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন পিটার্স। এ বার ৮৫.৮৮ মিটার ছুড়ে তৃতীয় স্থানে তিনি। পিটার্সকে টপকে সোনা জেতায় ক্রমতালিকাতেও এক নম্বরে উঠলেন নীরজ।

এ বার সামনে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্স। সেখানেও দেশের হয়ে সোনা জেতার লক্ষ্যে নামবেন নীরজ। তার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। অলিম্পিক্সের আগে একের পর এক লিগে সোনা জেতায় তাঁর আত্মবিশ্বাস আরও বাড়ছে বললে জানিয়েছেন নীরজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neeraj Chopra Javelin Javelin Player
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE