ভারতের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট নীরজ চোপড়াকে বড় সম্মান দিল প্রতিরক্ষামন্ত্রক। টোকিয়ো অলিম্পিক্সে সোনা, প্যারিস অলিম্পিক্সে রুপোজয়ী তারকা পেলেন টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল পদ। প্রতিরক্ষা মন্ত্রকের সাপ্তাহিক মুখপত্র 'গেজেট অফ ইন্ডিয়া'-তে এই ঘোষণা করা হয়েছে। তারকা জ্যাভলিন থ্রোয়ারের এই সাম্মানিক ১৬ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
দিন কয়েক আগে নীরজকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয় অন্য কারণে। ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া নীরজ চোপড়া ক্লাসিকের উদ্বোধনী সংস্করণে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের সোনাজয়ী আর্শাদ নাদিমকে। যা নিয়ে আপত্তি জানিয়েছিলেন অনেকে। এমনিতে পরিস্থিতি বিবেচনা করেই নীরজ চোপড়া ক্লাসিক স্থগিত রাখা হয়েছে।
প্রসঙ্গত নীরজ সুবেদার হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন। ২০২২-এ মেজর সুবেদার হন। কয়েক বার পদোন্নতিও হয় তাঁর। এ বছর পেলেন লেফটেন্যান্ট কর্নেল পদ। এমনিতে তিনি অলিম্পিক্সে সোনাজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট। তবে টোকিয়োয় সোনা জয়ের পরে প্যারিসে আর্শাদের কাছে হেরে তিনি পান রুপো। সঙ্গে বিশ্বচ্যাম্পিয়নশিপেও প্রথম ভারতীয় হিসেবে জিতেছিলেন সোনা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)