Advertisement
০৪ মে ২০২৪

শারাপোভা নিয়ে বিতর্ক

মারিয়া শারাপোভা আবার টেনিস কোর্টে নামার আগেই রুশ তারকাকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নতুন বিতর্ক। তাঁর প্রত্যাবর্তনের পথে তিনটে টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড পেয়েছেন শারাপোভা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০৩:৩০
Share: Save:

মারিয়া শারাপোভা আবার টেনিস কোর্টে নামার আগেই রুশ তারকাকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নতুন বিতর্ক।

তাঁর প্রত্যাবর্তনের পথে তিনটে টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড পেয়েছেন শারাপোভা। যার পরে অ্যান্ডি মারে, ভিনাস উইলিয়ামস, অ্যাঞ্জেলিক কের্বের, ক্যারোলিন ওজনিয়াকি— সবাই কম বেশি মুখ খুলেছেন শারাপোভাকে নিয়ে। শেষ দু’জন তো প্রশ্নই তুলে দিয়েছেন যে এ ভাবে কেন স্টুটগার্ট ওপেনে ফিরতে দেওয়া হচ্ছে শারাপোভাকে? কেন ওয়াইল্ড কার্ড দেওয়া হবে ডোপ বিতর্কে জড়িয়ে পড়া এই টেনিস তারকাকে? ড্যানিশ তারকা ওজনিয়াকি তো বলেই দিয়েছেন, ‘‘শারাপোভার জন্য টুর্নামেন্টের আইন বদলানো হয়েছে।’’

শারাপোভার প্রত্যাবর্তন নিয়ে ডব্লিউটিএ বিবৃতি দিয়েছিল, ‘‘যে সপ্তাহে শারাপোভার ওপর নিষেধাজ্ঞা উঠবে, সে-ই সপ্তাহে যদি কোনও টুর্নামেন্ট শুরু হয়, তা হলে তিনি সেখানে খেলতে পারবেন। কিন্তু দেখতে হবে শারাপোভা যেন তাঁর সাসপেনশন উঠে যাওয়ার পরেই কোর্টে নামেন।’’ স্টুটগার্ট ওপেনে দেখা যাচ্ছে, প্রথম রাউন্ডের ম্যাচ চলে তিন দিন ধরে। তাই ওয়াইল্ড কার্ড পাওয়ায় বুধবার নামতে সমস্যা নেই শারাপোভার। এখানেই আপত্তি। টুর্নামেন্টের প্রথম দিকে না থাকলেও পরে মাশা-র খেলা নিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maria Sharapova controversy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE