Advertisement
১৮ এপ্রিল ২০২৪

মেসি বনাম পিকে নিয়ে হঠাৎ বিতর্ক

এই ম্যাচে নামার আগে হঠাৎ করে বিতর্কের ছায়া বার্সা ড্রেসিংরুমে। শোনা যাচ্ছে, কাতালুনিয়া নিয়ে জেরার পিকে-র রাজনৈতিক বক্তব্যতে খুব একটা খুশি নন মেসি।

প্রস্তুতি: চ্যাম্পিয়ন্স লিগের জন্য তৈরি হচ্ছেন মেসি। ছবি: রয়টার্স

প্রস্তুতি: চ্যাম্পিয়ন্স লিগের জন্য তৈরি হচ্ছেন মেসি। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৭ ০৩:৫৭
Share: Save:

সেই অভিশপ্ত রাতের পরে আবার ফুটবল ফিরছে ক্যাম্প ন্যু-তে। যে রাতে কাতালুনিয়া নিয়ে বিদ্রোহের জেরে গ্যালারি খালি করে, দর্শকশূন্য মাঠে খেলতে হয়েছিল লিওনেল মেসিদের। সেটা ছিল লা লিগার ম্যাচ। এ বার চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিরুদ্ধে নামছে বার্সেলোনা।

কিন্তু এই ম্যাচে নামার আগে হঠাৎ করে বিতর্কের ছায়া বার্সা ড্রেসিংরুমে। শোনা যাচ্ছে, কাতালুনিয়া নিয়ে জেরার পিকে-র রাজনৈতিক বক্তব্যতে খুব একটা খুশি নন মেসি। আর্জেন্তাইন মহাতারকা নাকি চান, ফুটবলররা এখন পুরোপুরি ফুটবলেই মনঃসংযোগ করুক। পিকে-কে যে ব্যাপারটা তিনি নাকি বলেও দিয়েছেন। মেসি চান, রাজনৈতিক ব্যাপারে মাথা না গলিয়ে পিকে যেন খেলাটায় মন দেন।

সমস্যার শুরু, আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে লা লিগা ম্যাচের শেষে। যে ম্যাচ লুইস সুয়ারেজের গোলে ড্র করে বার্সা। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, এর পরে নাকি পিকে-র সঙ্গে ড্রেসিংরুমে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন মেসি। এও বলা হচ্ছে, পিকে-কে তিনি পরিষ্কার বলে দেন, রাজনৈতিক ব্যাপারে বেশি মাথা না ঘামিয়ে মন দিয়ে খেলতে।

আরও পড়ুন: পেনাল্টিতে বিতর্ক, শেষ আটে স্পেন

স্প্যানিশ এক টিভি সাংবাদিক বলেছেন, ‘‘মেসি ভয় পাচ্ছিল, এই সব রাজনৈতিক ঘটনা ফুটবলকে প্রভাবিত করতে পারে। আগের ম্যাচে আতলেতিকোর সঙ্গে ড্র করায় মেসির আশঙ্কা সত্যি বলে প্রমাণিত হয়। এর পর ড্রেসিংরুমে মেসি সোজা পিকে-কে ডেকে বলে দেয়, রাজনীতি থেকে দূরে থাকতে।’’

এই অবস্থায় বার্সার সামনে এখন গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের চ্যালেঞ্জ। যে ম্যাচে অবশ্য ফেভারিট বার্সেলোনাই। এই ম্যাচে ‘চেনা শত্রু’-কে সামনে পাচ্ছে বার্সেলোনা। বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে বছর পাঁচেক আগে চ্যাম্পিয়ন্স লিগে ছ’টি ম্যাচের জন্য কোচিং করিয়েছিলেন অলিম্পিয়াকোসকে। যেখানে তিনি তিনটে ম্যাচ জিতেছিলেন, তিনটে হেরেছিলেন। এ বার সেই চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামার আগে বার্সা কোচ বলেছেন, ‘‘আমার কাছে ম্যাচটা খুব আবেগের হতে চলেছে। আসলে এই অলিম্পিয়াকোস দলটার সঙ্গে যুক্ত অনেককেই আমি খুব ভাল করে চিনি।’’

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কোচ ভালভার্দের সঙ্গে এসেছিলেন পাওলিনহো। বার্সার এই নতুন তারকা বলে যান, ‘‘মেসির সঙ্গে খেলতে পারাটা একটা সম্মানের ব্যাপার। কোনও সন্দেহ নেই, মেসিই হল বিশ্বের সেরা ফুটবলার। আমাদের কাজ হল, মেসিকে বল জোগানো।’’

এই মরসুমে ক্লাবে যোগ দেওয়ার পরে প্রথম দিকে একটু মানিয়ে নিতে সমস্যা হয়েছিল পাওলিনহোর। যেটা তিনি এ দিন নিজেই বলেন। ‘‘এখন আমি দলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিয়েছি। প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল। কিন্তু সেটা কাটিয়ে উঠেছি। এখন আমি অনেক চাপমুক্ত। আমার সতীর্থরা এ ব্যাপারে আমাকে অনেক সাহায্য করেছে।’’

বার্সেলোনা এখনও পর্যন্ত এই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোনও গোল খায়নি। এর আগে ২০০৮ সালে টানা চারটে ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড আছে বার্সার। সেই রেকর্ড ভাঙে কি না, এখন সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE