Advertisement
০৭ মে ২০২৪

ক্রিকেট কোচিং সেন্টার পুলিশের

পুলিশ সূত্রের খবর, বর্তমানে ক্রিকেট অ্যাকাডেমি চালু করা হলেও ভবিষ্যতে ফুটবল, রাগবি, বেসবলের মতো বিভিন্ন খেলার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে।

উদ্যোগ: ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার। —নিজস্ব চিত্র।

উদ্যোগ: ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ০৩:৫৫
Share: Save:

কলকাতা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউটের তরফে ময়দানে চালু হল ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র। প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়ের ক্রিকেট অ্যাকাডেমি-র সহযোগিতায় শুরু হওয়া ওই প্রশিক্ষণ কেন্দ্র শুক্রবার উদ্বোধন করেন পুলিশ কমিশনার রাজীব কুমার। ময়দানের পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মাঠে পথ চলা শুরু হয়েছে নতুন অ্যাকাডেমির। এ ছাড়াও এ দিন ১৭টি স্কুলকে নিয়ে সূচনা হল পুলিশ স্কুল কাপের। তার সূচনা করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

পুলিশ সূত্রের খবর, বর্তমানে ক্রিকেট অ্যাকাডেমি চালু করা হলেও ভবিষ্যতে ফুটবল, রাগবি, বেসবলের মতো বিভিন্ন খেলার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে। ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রে শরদিন্দু ছাড়াও প্রাক্তন ক্রিকেটার এবং কোচ দেবু মিত্র পুলিশ পরিবারের ছেলেদের প্রশিক্ষণ দেবেন। তবে পুলিশের পরিবারের বাইরের লোকজনও এই প্রশিক্ষণ নিতে পারবে বলে পুলিশকর্তারা জানান। এ দিন পুলিশ অ্যাথলেটিক ক্লাবে ওই দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত-সহ পুলিশের শীর্ষকর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Coaching Centre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE