Advertisement
০২ মে ২০২৪

২০১৭ ক্রিকেট অল স্টারে নাম নেই সচিন, সহবাগের!

২০১৬-তে হচ্ছে না। কিন্তু ২০১৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে ফের ‘নেই ক্রিকেটের দেশে’ ক্রিকেট তারকাদের নিয়ে চাঁদের হাট বসবে। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের একটি বিশাল তালিকা প্রকাশ করে এ কথা জানালেন শেন ওয়ার্ন। টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তাও তিনিই।

ক্রিকেট অল স্টারস ২০১৭

ক্রিকেট অল স্টারস ২০১৭

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ১৩:১৭
Share: Save:

২০১৬-তে হচ্ছে না। কিন্তু ২০১৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে ফের ‘নেই ক্রিকেটের দেশে’ ক্রিকেট তারকাদের নিয়ে চাঁদের হাট বসবে। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের একটি বিশাল তালিকা প্রকাশ করে এ কথা জানালেন শেন ওয়ার্ন। টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তাও তিনিই। আর্ন্তজাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন সে সব স্টার ক্রিকেটারদের নিয়ে ২০১৫ সালে দ্য ক্রিকেট অল স্টারস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল আমেরিকায়। কস্মিনকালে ক্রিকেট ‘চাষ’ হয় না, সেই দেশের মাটিতে ফসল ফলিয়ে দেখিয়েছেন শের্ন ওয়ার্ন। মার্কিন মুলুকে বেশ উত্সাহ দেখা গিয়েছিল এই টুর্নামেন্ট নিয়ে। এক ছাদের তলায় দু’দশকের সেরা ক্রিকেটারদের এক সঙ্গে দেখা মিস করেননি তাঁরাও।

এ বারে শেন ওয়ার্নের প্রকাশিত তালিকায় কোনও ভারতীয় ক্রিকেটারের নাম পাওয়া যায়নি। গতবার অংশগ্রহণ করা সচিন’স ব্লাস্টার টিমের অধিনায়ক সচিন তেন্ডুলকর খেলবেন কি না, সে নিয়ে এখনও পর্যন্ত কোনও খবর নেই। ২০১৭ সালের টুর্নামেন্টে ব্রেন্ডন ম্যাকালাম, কেভিন পিটারসেন এবং মিচেল জনসন খেলছেন বলে জানান শেন ওয়ার্ন। প্রকাশিত তালিকায় পিটারসেনের নাম থাকায়, ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন পিটারসেন!

২০১৫ সালে প্রথম অনুষ্ঠিত দ্য ক্রিকেট অল স্টারসে ওয়ার্নস ওয়ারিয়রের সঙ্গে সচিন ব্লাস্টারসের তিনটি ম্যাচ খেলা হয়েছিল। তিনটি ম্যাচই হারে সচিনের টিম। এক নজরে দেখে নেওয়া যাক আপাতত কারা রয়েছেন ২০১৭-র দ্য ক্রিকেট অল স্টার টুর্নামেন্টে।

আরও পড়ুন- জো রুট না বিরাট কোহালি, টেস্টে কে এগিয়ে? কী বলছে পরিসংখ্যান?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE