নিউজিল্যান্ডের মাটিতে তাদের ক্রিকেট দলকে একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচে হেলায় হারিয়েছেন কোহালি ব্রিগেড। ধোনি-কুলদীপদের ব্যাট বলের দাপটে নিজেদের দেশেই যথেষ্ট ব্যাকফুটে কিউয়িরা। এই পরিস্থিতি নিয়ে নিউজিল্যান্ড পুলিশের একটি টুইট নিয়ে কৌতুকে মেতেছেন নেটিজেনরা।
নিউজিল্যান্ডের ইস্টার্ন ডিস্ট্রিক পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুকে পেজে একটি পোস্ট করেছে। সেই পোস্টে নিউজিল্যান্ডবাসীদের সে দেশে সফরকারী ভারতীয় দলের ছেলেদের থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সেখানে লেখা হয়েছে, ‘এই মুহুর্তে আমাদের দেশে সফরকারী একটি দল থেকে সতর্ক থাকার জন্য জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে। সাক্ষীরা দেখেছে, ওই দল কীভাবে কিছু নিরীহ নিউজিল্যান্ডবাসীকে নেপিয়ার ও মাউন্ট মাউনগানুই-এ লাঞ্ছনা করেছে। ক্রিকেট ব্যাট ও বলের মতো কোনও জিনিস বহন করলে আরও যত্নবান থাকতে হবে।’
সফরকারী ভারতীয় ক্রিকেট দলের দুরন্ত পারফরম্যান্স নিউজিল্যান্ড পুলিশের এই রসিকতা বেশ মনে ধরেছে সে দেশের প্রাক্তন ক্রিকেটার ও নেটিজেনদের। লাইক কমেন্টের বন্যায় ভেসে গেছে পোস্টটি। নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার স্কট স্টাইরিস যেমন পুলিশের চালাকির প্রশংসা করেছেন। কেউ আবার বলেছে, ‘পরের ম্যাচে জিততে হলে ওদের গ্রেফতার করতে হবে!’
আরও পড়ুন: নেপিয়ারের চাঁদনি রাত এবং প্রেমিক কোহালি
(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরেরসেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)