Advertisement
০৬ মে ২০২৪
New Zealand

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জাডেজাদের আটকাতে কাঠের গুঁড়ো অস্ত্র নিউজিল্যান্ডের

ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে নিউজিল্যান্ড।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে নিউজিল্যান্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে নিউজিল্যান্ড ফাইল চিত্র

সংবাদ সংস্থা
কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১৬:০৫
Share: Save:

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে নিউজিল্যান্ড। ভারতের স্পিনারদের মোকাবিলা করতে পিচে কাঠের গুঁড়ো ব্যবহার করছে তারা। নিউজিল্যান্ড ক্রিকেটার ডেভন কনওয়ে মনে করেন, এইভাবেই রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনদের মোকাবিলা করা যাবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে নিউজিল্যান্ড দলে সুযোগ পেয়েছেন কনওয়ে। এরপর ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে নিউজিল্যান্ড। তিনি বলেন, ‘‘উইকেটে যে ক্ষত তৈরি হয়, সেখানে বল ফেলে ভারতীয় স্পিনাররা বল বাড়তি ঘোরাতে পারে। কাঠের গুঁড়ো ব্যবহার করে অনুশীলন করলে এটা সামলাতে সুবিধে হবে। তবে এ ভাবে খেলতে খুব অসুবিধা হলেও এটা খুব ভাল অনুশীলন।’’

তিনি আরও বলেন, ‘‘খেলতে খেলতে পিচে ক্ষত বেড়ে গেলে বল ঘোরে খুব বেশি। আমরা ইতিবাচক থাকার চেষ্টা করছি।’’ ২ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে নিউজিল্যান্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India New Zealand ICC World Test Championship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE