Advertisement
২০ মে ২০২৪

প্রস্তুতি ম্যাচে সবুজ, কানপুরে ঘূর্ণি

ফিরোজ শাহ কোটলায় গ্রিন টপে প্রস্তুতি ম্যাচ খেলার পর কানপুরে স্লো উইকেটে খেলতে হবে নিউজিল্যান্ডকে।

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১২
Share: Save:

ফিরোজ শাহ কোটলায় গ্রিন টপে প্রস্তুতি ম্যাচ খেলার পর কানপুরে স্লো উইকেটে খেলতে হবে নিউজিল্যান্ডকে। আজ, শুক্রবার থেকে মুম্বইয়ের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। উইকেট নিয়ে অবাক নন নিউজিল্যান্ড তারকা রস টেলর। বলেই দিলেন, ‘‘জানতাম প্রস্তুতি ম্যাচে এমন উইকেটই পাব।’’ কানপুর-সহ সব টেস্টেই যেখানে স্পিন সহায়ক উইকেটই দেওয়া হবে খবর, সেখানে প্রস্তুতি ম্যাচে গ্রিন টপ দেওয়াটা ভারতীয় বোর্ডের এক রকম কৌশলই বলা যায়। বিদেশিরা যাতে স্পিন বোলিংয়ে প্র্যাকটিস না পান, মনে করা হচ্ছে সে জন্যই এই ব্যবস্থা। যা দেখে টেলর বললেন, ‘‘এটা টেস্ট ক্রিকেটের অঙ্গ। আমাদের দেশেও প্রস্তুতি ম্যাচের উইকেটে একটু বেশি ঘাস ছেড়ে রাখি। এটাই তো হোম অ্যাডভান্টেজ।’’ অন্য দিকে কানপুরের গ্রিন পার্কের কিউরেটর শিব কুমারের বক্তব্য, ‘‘বর্ষার জন্য তেমন রোদ পায়নি পিচ। সে ভাবে শুকোতে পারেনি। তাই গতি কম থাকবে উইকেটে। পেসাররা তেমন সাহায্য পাবে না।’’ তাঁর ধারণা, টস প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বলেন, ‘‘টস জিতে আগে ব্যাট করে নেওয়াই ভাল। দ্বিতীয় ইনিংসে এখানে ব্যাট করা কঠিন হবে।’’ টেলর মানছেন, ঘরের মাঠে ভারতকে হারানো কঠিন। বলেন, ‘‘ভারতে এসে ভারতকে হারানো সত্যিই বেশ কঠিন। তার উপর বিদেশে আমাদের সিরিজ জেতার রেকর্ড খুব একটা ভাল নয়। এই সিরিজটা তাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।’’ কানপুরে ভারতের ৫০০তম টেস্ট হতে চলেছে। যা স্মরণীয় করতে বোর্ড ভারতের সব অধিনায়ককে আমন্ত্রণ জানিয়েছে কানপুরে। টসের জন্য বিশেষ স্মারক কয়েন তৈরি হয়েছে বলে জানান আয়োজকদের প্রধান কর্তা রাজীব শুক্ল। এ ছাড়া অন্যান্য অনুষ্ঠানের আয়োজনও থাকছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

new zealand india
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE