দুটো বড় ম্যাচ এখন কেকেআরের সামনে। আজ পুণে সুপারজায়ান্টস আর পরশু বেঙ্গালুরু। এই দু’দলের একটায় এমএস ধোনি আর অন্যটায় বিরাট কোহালি— এই দুটো নাম আছে বলেই ম্যাচ দুটো কেকেআরের বড় ম্যাচ।
ভারতীয় ক্রিকেটে ধোনি-কোহালি বড় নাম ঠিকই। তবে এ বারের আইপিএলে দু’জনই রোলার কোস্টারে চড়ে বসে রয়েছে। পুণে তো আইপিএল থেকে ছিটকেই গিয়েছে। তাই ইডেনে ওদের হারানোর কিছু নেই। এ ধরনের দলগুলোই কিন্তু বিপক্ষের কাছে খুব বিপজ্জনক হয়। পুণে দলের মালিক আবার কলকাতারই মানুষ। তাই তিনি নিশ্চয়ই চাইবেন, ইডেন দর্শকদের সামনে তাঁর দলই জিতুক। কিন্তু ইডেন যে কেকেআরের ঘরের মাঠ। তাই শনিবার কেকেআরকে হারানো পুণের কাছে সহজ হবে না।
কলকাতার প্রাণ সুনীল নারিন আঙুলের চোট সারিয়ে মাঠে ফিরছে বলেই শুনেছি। ওদের পরের তিনটে হোম ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আর নারিন যে সেগুলোতে ম্যাচ উইনার হয়ে উঠতে পারে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।