Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

বেঙ্গালুরুর ব্যর্থতায় ক্ষমা চাইলেন বিরাট

নিচের দিক থেকে তিন নম্বরে শেষ করেছে বেঙ্গালুরু। ১৪টির মধ্যে আটটিতেই হারের মুখ দেখতে হয়েছে বিরাটবাহিনীকে। দলের সব থেকে সমস্যা দুর্বল বোলিং ও ব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকা।

বিরাট কোহালি। ছবি: বিরাট কোহালির টুইটার।

বিরাট কোহালি। ছবি: বিরাট কোহালির টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ মে ২০১৮ ২০:৪১
Share: Save:

মরসুমটা ভাল গেল না বিরাট কোহালিদের। গত মরসুমটাও একইভাবে খারাপই গিয়েছিল। ভেবেছিলেন এ বার দল ঘুরে দাঁড়াবে। কিন্তু তেমনটা হল না। এ বারও নক-আউটে যাওয়া হল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বৃহস্পতিবার দলের ব্যর্থতার জন্য ক্ষমা চাইলেন ক্যাপ্টেন কোহালি।

নিচের দিক থেকে তিন নম্বরে শেষ করেছে বেঙ্গালুরু। ১৪টির মধ্যে আটটিতেই হারের মুখ দেখতে হয়েছে বিরাটবাহিনীকে। দলের সব থেকে সমস্যা দুর্বল বোলিং ও ব্যাটিংয়ে ধারাবাহিক না হওয়া। পুরো দলের ব্যাটিং নির্ভর করে ছিল এবি ডিভিলিয়ার্স ও বিরাট কোহালির উপরই। একটি ভিডিও টুইটে বিরাট বলেন, ‘‘আমরা পরিকল্পনা মতো খেলতে পারিনি। মরসুমটা যে ভাবে গেল তা নিয়ে গর্বিত হওয়ার কোনও কারণ নেই আমাদের।’’

যদিও পরে সান্ত্বনা নিজেই খুঁজে পেলেন। বলেন, ‘‘এটাও জীবনের একটা অংশ। সব সময় যা টাইবে তা পাওয়া যাবে না। এটা প্লেয়ারদের উপর, ওদের বুঝতে হবে পরের মরসুমে কী করবে। অবশ্যই আমরা আগামী মরসুমে ঘুরে দাঁড়াতে চাইব। পরের বছর আমাদের আরও কাজ করতে হবে।’’

আরও পড়ুন
কোহালির ঘাড়ে চোট, ছিটকে গেলেন কাউন্টি থেকে

এ বারের আইপিএল-এ ৫৪৮ রান করেছেন কোহালি। সর্বোচ্চ রানের বিচারে রয়েছেন ছ’নম্বরে। ম্যাচে গড় ৫৪.৮০। ডিভিলিয়ার্স রয়েছে ন’নম্বরে। ৪৮০ রানে গড় ৫৩.৩৩।

দেখুন বিরাট কোহালি ভিডিও টুইট

দেখুন বিরাট কোহালি ভিডিও টুইট " "

দেখুন বিরাট কোহালি ভিডিও টুইট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE