Advertisement
০৩ মে ২০২৪

স্বস্তি আর বিতর্কে দুই মহাতারার প্রত্যাবর্তন

ফুটবল মাঠে তাঁকে শেষ বার দেখা গিয়েছিল ইউরো ফাইনালে। দেশ চ্যাম্পিয়ন হলেও তিনি চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন।

মহাতারকার ট্রেনিং। ১০৯ দিন পরে ফের বার্সেলোনার জার্সিতে প্র্যাকটিসে নেইমার।

মহাতারকার ট্রেনিং। ১০৯ দিন পরে ফের বার্সেলোনার জার্সিতে প্র্যাকটিসে নেইমার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪৫
Share: Save:

ফুটবল মাঠে তাঁকে শেষ বার দেখা গিয়েছিল ইউরো ফাইনালে। দেশ চ্যাম্পিয়ন হলেও তিনি চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন।

অন্য জন ব্রাজিলকে অধরা অলিম্পিক্স ফুটবল সোনা দেওয়ার পরে বিশ্রামে ছিলেন।

নতুন লা লিগা মরসুম শুরু হলেও তাঁদের ম্যাজিক এখনও শুরু হয়নি এ বার। আন্তর্জাতিক ম্যাচের জন্য ব্রেকের পর শনিবার যেমন লা লিগা ফিরছে, তেমনই ফিরছেন লিগের দুই নক্ষত্র।

তাঁরা— রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং বার্সেলোনার নেইমার।

ইউরো ফাইনালের শুরুতে হাঁটুতে চোট পাওয়ার পরে এখনও পর্যন্ত মাঠে নামতে পারেননি রোনাল্ডো। গত কয়েক সপ্তাহ ধরে তাঁর রিহ্যাব চলছে। প্রায় প্রতিদিনই নিজের ট্রেনিংয়ের ছবি ফেসবুক বা টুইটারে পোস্ট করে ভক্তদের আশ্বস্ত করছেন, দ্রুতই ফিরছেন মাঠে। কখনও পুলে সাঁতার কেটে হোক, কখনও আবার ট্রেডমিলে দৌড়ে, ফিটনেস ফিরে পেতে কোনও খামতি রাখছেন না গত মরসুমে ইউরোপের সেরা প্লেয়ারের ট্রফিজয়ী রোনাল্ডো।

রিয়ালের ক্লাব ডাক্তারদের মতে, এই শনিবারই মাঠে নামার সবুজ সঙ্কেত পাচ্ছেন রোনাল্ডো। শোনা যাচ্ছে, ওসাসুনার বিরুদ্ধেই দলে ফিরছেন তিনি। রোনাল্ডোর শেষ কিছু ফিটনেস পরীক্ষা চললেও কোচ জিনেদিন জিদান প্রথম দলে পর্তুগিজ মহাতারকাকে রাখতে পারবেন।

মহাতারকার ট্রেনিং। স্পেনের আর এক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে পুরোদমে ট্রেনিং চালিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

তবে রোনাল্ডো ফিরলেও রিয়াল মাদ্রিদের সমস্যা মিটছে না। ঠিক আটলেটিকো মাদ্রিদের মতোই। দুটো ক্লাবের উপরই ‘ট্রান্সফার ব্যান’ চালু হয়েছিল। যার বিরুদ্ধে ফিফার দ্বারস্থ হয়েছিল দুই স্প্যানিশ ক্লাব। কিন্তু ফিফা এ দিন তাদের আবেদনে সায় দেয়নি। ফলে ২০১৮-র আগে নতুন প্লেয়ার কিনতে পারবে না দুই মাদ্রিদ। ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আবার ‘কোর্ট অব আর্বিট্রেশন’-এ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল।

ইউরো ফাইনালে চোট লাগার কারণে রোনাল্ডো এ মরসুমে লা লিগায় এক মিনিটও খেলেননি এখনও। কিন্তু তাঁর প্রাক্তন কোচ কার্লো আন্সেলোত্তি বলে দিয়েছেন, এ বার লা লিগা উঠবে রোনাল্ডোর দলের হাতেই।

সিআর সেভেন নিজেও স্বীকার করেছেন তাঁর দলের যথেষ্ট ক্ষমতা আছে লিগ জেতার। ‘‘আমাদের দলে ভাল কয়েকজন ফুটবলার আছে। তা হলে আমরা জিতব না কেন?’’ প্রশ্ন সিআর সেভেনের। ওসাসুনার মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে জিদান খুশি তার দলের ফর্মে।

রোনাল্ডোর মতো বার্সেলোনাও তাঁদের ওয়ান্ডারকিডকে প্রথম দলে স্বাগত জানাতে তৈরি। ব্রাজিলের হয়ে অলিম্পিক্সে খেলে বিশ্রামে ছিলেন নেইমার। একশো দিন পার করে আবার ক্লাবে যোগ দিয়েছেন তিনি। আর তাতেই উচ্ছ্বসিত বার্সা ভক্তরা।

কিন্তু রোনাল্ডোর প্রত্যাবর্তনের আগে স্বস্তি থাকলেও নেইমারের প্রত্যাবর্তনের আগে দেখা দিচ্ছে বিতর্ক। বিশেষজ্ঞদের মতে, ক্লাবের হয়ে গত দু’মরসুম দুর্দান্ত খেললেও বর্তমান বার্সা দলের প্রথম এগারোয় নেইমারের ঢোকার সুযোগ কম। কারণ তাঁর জায়গায় রয়েছেন আর্দা তুরান। যিনি নেইমারের অনুপস্থিতিতে দুর্দান্ত খেলেছেন। প্রায় প্রতি ম্যাচেই দারুণ পারফরম্যান্স ছিল তাঁর। তাই দুই তারকার মধ্যে ঠান্ডা লড়াই নিয়ে অস্বস্তিতে বার্সা শিবির।

শোনা যাচ্ছে, আলাভেস দলের বিরুদ্ধে রিজার্ভেও হয়তো জায়গা হবে না নেইমারের। তার উপরে আবার এত দিন বাইরে থাকায় বার্সা কোচও হয়তো ঝুঁকি নেবেন না তাঁকে নিয়ে। কিন্তু স্বয়ং ওয়ান্ডারকিড সে সব বিতর্ক উড়িয়ে দিচ্ছেন। বার্সা সতীর্থদের সঙ্গে ট্রেনিংয়ে যোগ দেন তিনি। সেখানে হাল্কা মেজাজেই ছিলেন। নেইমার জানিয়ে দিচ্ছেন, আলাভেসের বিরুদ্ধে প্রথম দলেই থাকবেন তিনি।

‘‘ঘরে ফিরে দারুণ লাগছে। ‘‘শনিবার আমি অবশ্যই নামছি।’’ তবে অলিম্পিক্স ও বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচ খেলে একটু হলেও ক্লান্ত তিনি। নেইমার নিজেই বলছেন, ‘‘একটু হলেও ক্লান্তি আছে। আর একটু বিশ্রাম নেব।’’

ছবি: টুইটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

neymar La Liga Ronaldo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE