Advertisement
০৭ মে ২০২৪
আজ নামছে ব্রাজিল

প্র্যাকটিসে মুখ ঢেকে শুয়ে পড়লেন নেইমার

দু’বছর আগের অভিশাপ কি ফিরে এল ব্রাজিল ফুটবলে! ঘরের মাঠে অলিম্পিক্স অভিযানে নামার আগের দিন ব্রাজিল শিবিরে ঘুরপাক খেল নেইমারের চোট নিয়ে একরাশ আশঙ্কা, জল্পনা।

নেইমার

নেইমার

রিও দে জেনেইরো
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ০৩:৫০
Share: Save:

দু’বছর আগের অভিশাপ কি ফিরে এল ব্রাজিল ফুটবলে!

ঘরের মাঠে অলিম্পিক্স অভিযানে নামার আগের দিন ব্রাজিল শিবিরে ঘুরপাক খেল নেইমারের চোট নিয়ে একরাশ আশঙ্কা, জল্পনা।

বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্রাসিলিয়ায় প্রথম ম্যাচ নেইমারদের। কিন্তু বুধবার ব্রাজিলের প্র্যাকটিসে হঠাৎ-ই দেখা যায়, ডান পায়ের বুট খুলে দু’হাতে মুখ ঢেকে শুয়ে আছেন সেলেকাওদের ‘ওয়ান্ডার কিড’। মুহূর্তের মধ্যে টিম ফিজিওকে দেখা যায় নেইমারকে শুশ্রূষা করতে। যে এই দৃশ্য দেখার পরেই গোটা ব্রাজিল জুড়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা— নেইমারকে অলিম্পিক্সেও পাওয়া যাবে তো? চোট কি গুরুতর? খবর টিভি চ্যানেলেও ছড়িয়ে পড়ে।

দু’বছর আগে ঘরের মাঠে বিশ্বকাপেও চোট পাওয়া নেইমারকে বেরিয়ে যেতে দেখেছে ব্রাজিল। যার পরেই সেমিফাইনালে জার্মানির কাছে সেই ১-৭ হার নেইমারহীন দলের। ফলে এ দিন নেইমারের মুখ ঢেকে প্র্যাকটিসে শুয়ে পড়ার পরে স্বভাবতই আশঙ্কা গ্রাস করেছিল গোটা ব্রাজিলকে। অবশ্য প্র্যাকটিস শেষ হওয়ার পর টিমের তরফে জানিয়ে দেওয়া হয়, ব্রাজিল অধিনায়কের কোনও চোট লাগেনি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিমে নেইমার রয়েছেন প্রবল ভাবেই। অলিম্পিক্সে সোনার অভিযানে নামার আগে বরং খোশ মেজাজেই রয়েছেন তিনি। বার্সেলোনা তারকা স্ট্রাইকারের সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির নবাগত উইঙ্গার গ্যাব্রিয়েল জেসাসকে রেখেই আক্রমণ ভাগ সাজাচ্ছেন ব্রাজিল কোচ রোজেরিও মিকেল।

গ্যারিঞ্চা স্টেডিয়ামে অনুশীলনের পর সাংবাদিক সম্মেলনে এসে বলেও গেলেন মিকেল, ‘‘ছেলেরা সব চনমনে মেজাজে রয়েছে। গোটা টিম দেশকে প্রথম অলিম্পিক্স ফুটবল সোনা এনে দিতে মরিয়া।’

পালমেইরাসের প্রাক্তন ফুটবলার জেসাসের মধ্যে এই মুহূর্তে নতুন নেইমারকে দেখছে ব্রাজিল। এ দিন কোচ মিকেলকে দেখা যায় শুরু থেকেই নেইমার ও নতুন নেইমারকে একসঙ্গে আক্রমণে রেখে শেষ প্রস্তুতিতে কম্বিনেশন ঠিক করার দিকে বিশেষ নজর দিচ্ছেন। ব্রাজিলের গ্রুপে দক্ষিণ আফ্রিকা ছাড়াও ডেনমার্ক ও ইরাক রয়েছে।

অলিম্পিক্সের ইতিহাসে আজ পর্যন্ত সোনা জেতেনি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ বার দেশের মাটিতে সেই সুযোগ এসেছে চার বছর আগের লন্ডন গেমসের ফাইনালিস্ট ব্রাজিলের সামনে। নেইমার আরও জানেন, অলিম্পিক্সের সোনা দু’বছর আগে বিশ্বকাপের ক্ষতে কিছুটা হলেও মলম লাগাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neymar football gold Rio Olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE