Advertisement
০৫ মে ২০২৪

মহারণের আগে অস্বস্তি দুই শিবিরে

নেমারকে পাওয়া যাবে না ধরে নিয়ে ইতিমধ্যেই তাঁর বিকল্প খুজতে আসরে নেমে পড়েছেন বার্সা কর্তারা। তাঁদের নজরে এডেন অ্যাজার, দালে আলি, ফিলিপ কুটিনহো ও আঁতোয়া গ্রিজম্যান।

বার্সেলোনার হয়ে সম্ভবত শেষ ম্যাচ খেলবেন নেমার। ফাইল চিত্র

বার্সেলোনার হয়ে সম্ভবত শেষ ম্যাচ খেলবেন নেমার। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ০৪:০৫
Share: Save:

মরসুমের প্রথম এল ক্লাসিকো। কিন্তু ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দ্বৈরথের আগে দুই শিবিরেই অস্বস্তি বাড়ছে।

চব্বিশ ঘণ্টা আগে সতীর্থ নিকোলাস সোমেদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে নেমার দ্য সিলভা স্যান্টোসের (জুনিয়র) অনুশীলন ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনা কিন্তু বার্সা শিবিরে অস্বস্তির প্রধান কারণ নয়। অস্বস্তি বার্সায় ব্রাজিলীয় তারকার থাকার সম্ভাবনা প্রতি মুহূর্তে ক্ষীণ হওয়ায়। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, বার্সার জার্সিতে রবিবারই শেষ ম্যাচ খেলতে নামছেন ব্রাজিলীয় তারকা। এর পর তাঁকে দেখা যাবে প্যারিস সঁ জরমঁ-এ। যদিও নেমারকে আটকাতে শেষ অস্ত্র হিসেবে বিরাট অঙ্কের ‘ট্রান্সফার ফি’ দাবি করেছেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ। তিনি বলেছেন, ‘‘২২২ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬৭৪ কোটি) ট্রান্সফার ফি দিলেই নেমারকে আমরা ছাড়ব।’’ ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, প্যারিস সঁ জরমঁ এই ট্রান্সফার ফি দিতে তৈরি। এখানেই শেষ নয়। সতীর্থদের নেমার নাকি জানিয়ে দিয়েছেন, রিয়াল ম্যাচ খেলেই প্যারিস সঁ জরমঁ-এর প্রাক-মরসুম প্রস্তুতি শিবিরে যোগ দেবেন।

নেমারকে পাওয়া যাবে না ধরে নিয়ে ইতিমধ্যেই তাঁর বিকল্প খুজতে আসরে নেমে পড়েছেন বার্সা কর্তারা। তাঁদের নজরে এডেন অ্যাজার, দালে আলি, ফিলিপ কুটিনহো ও আঁতোয়া গ্রিজম্যান। আসন্ন মরসুমে এঁদের মধ্যে কাকে দেখা যাবে ক্যাম্প ন্যু-তে তা অবশ্য সময়ই বলবে।

রিয়াল শিবিরের সমস্যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র অনুপস্থিতি ও গ্যারেথ বেল-কে নিয়ে তৈরি হওয়া উদ্বেগ। চ্যাম্পিয়ন্স কাপ খেলতে দলের সঙ্গে যুক্তরাষ্ট্র আসেননি সি আর সেভেন। ব্যক্তিগত বাণিজ্যিক সফরে তিনি এই মুহূর্তে চিনে। তবে সোমবার তাঁকে মাদ্রিদ পৌঁছে আদালতে হাজিরা দিতে হবে আয়কর ফাঁকি সংক্রান্ত মামলার শুনানিতে। রোনাল্ডোহীন রিয়াল এই টুর্নামেন্টে একেবারেই ছন্দে নেই। দুই ম্যাঞ্চস্টারের বিরুদ্ধে হেরেছে জিনেদিন জিদানের দল। এ বার সামনে দুরন্ত ফর্মে থাকা বার্সা।

এই পরিস্থিতিতে নতুন সমস্যা বেল-কে নেওয়ার জন্য জোসে মোরিনহোর মরিয়া ভাব। ওয়েলস তারকা রিয়ালে খুব ভাল আছেন বলে কয়েক দিন আগেই জানিয়েছিলেন। কিন্তু শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, রিয়াল থেকে বেল-কে ম্যাঞ্চেস্টার ইউনাইটে ছিনিয়ে আনার ব্যাপারে প্রচণ্ড আত্মবিশ্বাসী ‘দ্য স্পেশ্যাল ওয়ান’।

মায়ামির এল ক্লাসিকোয় বল গড়ানোর আগেই মাঠের বাইরের ঘটনায় উত্তপ্ত ফুটবলবিশ্ব!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE