দু’দিন গড়িয়ে গেলেও কলকাতায় টাটা স্টিল দাবা প্রতিযোগিতায় জয় পেলেন না বিশ্বনাথন আনন্দ। প্রথম দিন তিনি তিনটি রাউন্ডে ড্র করেছিলেন। দ্বিতীয় দিনও তাঁর তিনটি রাউন্ডের ফলাফল একই। ফলে মোট ছ’রাউন্ডে তিন পয়েন্ট নিয়ে তিনি তৃতীয় স্থানে রয়েছেন।
পয়েন্ট তালিকায় যুগ্ম ভাবে শীর্ষে যুক্তরাষ্ট্রের হিকারু নাকামুরা এবং আর্মেনিয়ার লেভন অ্যারোনিয়ান। দু’জনেরই পয়েন্ট সাড়ে চার। তৃতীয় স্থানে পেন্টালা হরিকৃষ্ণ। ভারতীয়দের মধ্যে তিনি সবচেয়ে এগিয়ে। তাঁর প্রাপ্ত পয়েন্ট সাড়ে তিন। আনন্দ-সহ তিন জন খেলোয়াড় চতুর্থ স্থানে আছেন তিন পয়েন্ট নিয়ে। প্রথম সুপার দাবা প্রতিযোগিতায় খেলতে নামা ১৪ বছর বয়সি নিহাল সারিন আছেন পঞ্চম স্থানে।
নিহালকে নিয়ে ইতিমধ্যেই প্রবল আগ্রহ তৈরি হয়েছে। দাবা বিশেষজ্ঞেরা তাঁর খেলা দেখে মুগ্ধ। শনিবার হো চি মিন সরণিতে ইন্ডিয়ান কাউন্সিল ফল কালচারাল রিলেশনসে এ দিনের খেলা শেষ হওয়ার পরে দিব্যেন্দু বড়ুয়া বলছিলেন, ‘‘ওর যা বয়স এবং অভিজ্ঞতা তার তুলনায় এই প্রতিযোগিতায় দুরন্ত খেলছে নিহাল। ছ’রাউন্ডের মধ্যে চারটে রাউন্ড ড্র করেছে। এই চারটে রাউন্ডের খেলা দেখেই দারুণ লাগল।’’ বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার পাশাপাশি আশা করছেন রবিবার র্যাপি়ড বিভাগের শেষ দিন তীব্র লড়াই হবে। যে দাবাড়ুরা পিছিয়ে আছেন, তারা এগিয়ে যাওয়ার মরিয়া লড়াই করবেন।