অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়ে নোভাক জোকোভিচ আটকে রয়েছেন মেলবোর্নে। তাঁকে নিজেদের হেফাজতে রেখেছে অস্ট্রেলিয়ার অভিবাসন দপ্তর। এ অবস্থায় বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের প্রতি সমর্থন বাড়ছে গোটা বিশ্বজুড়েই। শুক্রবার জোকোভিচের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ারই টেনিস তারকা নিক কির্গিয়স। সমর্থন করেছেন আমেরিকার জন ইসনারও।
রেকর্ড ন’বারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী জোকোভিচ কার্যত ‘বন্দি’ রয়েছেন মেলবোর্নের পার্ক হোটেলে। শুক্রবার কির্গিয়স টুইট করেছেন, ‘করোনার বিরুদ্ধে যে কোনও পদক্ষেপ নেওয়ার সমর্থন করি আমি। মা এবং পরিবারের বাকিদের কথা ভেবে নিজেও টিকা নিয়েছি। কিন্তু যে ভাবে জোকোভিচের প্রতি ব্যবহার করা হচ্ছে তা শুধু খারাপ নয়, খুবই খারাপ। ওকে নিয়ে অনেক মিম, শিরোনাম তৈরি হতে দেখছি। কিন্তু এটা ভুললে চলবে না জোকোভিচ অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। সবার উপরে ও একজন মানুষ, তাই ব্যবহার আরও ভাল হওয়া উচিত।’