Advertisement
০১ মে ২০২৪
Novak Djokovic

উইম্বলডনে ফেডেরারকে ছোঁয়ার লক্ষ্যে সোমবার নামছেন জোকোভিচ, সামনে অবাছাই কাচিন

এ বার উইম্বলডন জিতলে নোভাক জোকোভিচ ছুঁয়ে ফেলবেন রজার ফেডেরারকে। সার্বিয়ার খেলোয়াড় সোমবার উইম্বলডনে অভিযান শুরু করছেন আর্জেন্টিনার পেদ্রো কাচিনের বিরুদ্ধে।

novak djokovic

নোভাক জোকোভিচ। — ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৩ ২০:৪৫
Share: Save:

গত চার বার উইম্বলডন ট্রফি উঠেছে তাঁর হাতে। এ বার জিতলে ছুঁয়ে ফেলবেন রজার ফেডেরারকে। সার্বিয়ার নোভাক জোকোভিচ সোমবার উইম্বলডনে অভিযান শুরু করছেন আর্জেন্টিনার পেদ্রো কাচিনের বিরুদ্ধে। এই প্রতিযোগিতায় জোকোভিচ দ্বিতীয় বাছাই। ট্রফি জিতলে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম হবে জোকোভিচের। শীর্ষ বাছাই কার্লোস আলকারাস প্রথম রাউন্ডে খেলবেন জেরেমি শার্ডির বিরুদ্ধে।

মেয়েদের বিভাগে শীর্ষ বাছাই ইগা শিয়নটেকের সামনে বিশ্বের ৩৩ নম্বর ঝু লিন। শুরুতেই কিছুটা কঠিন লড়াই পোল্যান্ডের খেলোয়াড়ের সামনে। গত বার মহিলাদের বিভাগে বিজয়ী এলিনা রিবাকিনা খেলবেন আমেরিকার শেলবি রজার্সের বিরুদ্ধে। এ বারের প্রতিযোগিতায় দ্বিতীয় বাছাই হয়েছেন এরিনা সাবালেঙ্কা। গত বার উইম্বলডন রাশিয়া এবং বেলারুসের খেলোয়াড়ের নির্বাসিত করায় খেলতে পারেননি তিনি। এ বার সুযোগ পেয়েছেন। প্রথম রাউন্ডে তাঁর সামনে হাঙ্গেরির পানা উডভার্ডি।

আমেরিকার ভিনাস উইলিয়ামস এ বার ওয়াইল্ড কার্ড পেয়েছেন। তাঁর সামনে ওয়াইল্ড কার্ড পাওয়া আর এক খেলোয়াড় এলিনা সোয়াইতোলিনা, যিনি মা হওয়ার পর সম্প্রতি কোর্টে ফিরেছেন। ছেলেদের বিভাগে ওয়াইল্ড কার্ড পেয়েছেন অ্যান্ডি মারেও। ৩৬ বছর বয়সেও লড়ছেন তৃতীয় বার উইম্বলডন ট্রফি পাওয়ার লক্ষ্যে। প্রথম রাউন্ডে মারের প্রতিপক্ষ রায়ান পেনিস্টন। দ্বিতীয় রাউন্ডে মারের সামনে পড়তে পারেন পঞ্চম বাছাই স্টেফানোস চিচিপাস। তবে আগে চিচিপাসকে প্রথম রাউন্ডে হারাতে হবে ডোমিনিক থিমকে।

সব ঠিকঠাক থাকলে ছেলেদের বিভাগে সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল হতে পারে এ রকম: আলকারাজ বনাম হোলগার রুন, ডানিল মেদভেদেভ বনাম চিচিপাস, জোকোভিচ বনাম সপ্তম বাছাই আন্দ্রে রুবলেভ এবং চতুর্থ বাছাই ক্যাসপার রুড বনাম ইয়ানিক সিনার। মেয়েদের বিভাগে শীর্ষ বাছাই শিয়নটেক খেলতে পারেন কোকো গফের বিরুদ্ধে। তৃতীয় বাছাই রিবাকিনার সামনে পড়তে পারেন তিউনিশিয়ার ওন্স জাবেউর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE