Advertisement
১১ মে ২০২৪
ইপিএল

ম্যান ইউয়ে সুদিন ফেরাচ্ছেন সোলসার

বলা হচ্ছিল, এই ম্যাচটা জিততে পারলে ওয়ে গুন্নার সোলসারের নামের পাশ থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ‘তত্ত্বাবধায়ক’ ম্যানেজারের তকমাটা সরে যেতে পারে। সোলসার নিজেও বলেছেন, অন্য অনেক ম্যানেজারের মতো তাঁরও স্বপ্ন, রেড ডেভিলসে স্থায়ী চাকরিটা পাওয়া।

গোলরক্ষক দাভিদ দা হিয়ার কাছেও কৃতজ্ঞ থাকবেন ওয়ে গুন্নার সোলসার।—ছবি রয়টার্স।

গোলরক্ষক দাভিদ দা হিয়ার কাছেও কৃতজ্ঞ থাকবেন ওয়ে গুন্নার সোলসার।—ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ০৩:২২
Share: Save:

টটেনহ্যাম ০ • ম্যান ইউ ১

প্রথমার্ধ তখন শেষ হওয়ার মুখে। টটেনহ্যাম রক্ষণ একটা বল ক্লিয়ার করতে সামান্য হলেও গড়িমসি দেখিয়েছিল। যে কারণে পল পোগবা বল পেয়ে যান নিজেদের অর্ধে। এবং সঙ্গে সঙ্গে লম্বা পাস বাড়িয়ে দেন সামনে ছুটতে থাকা মার্কাস র‌্যাশফোর্ডকে। ইংল্যান্ডের জাতীয় দলের তারকা সেখান থেকে একক প্রচেষ্টায় অনেকটা দৌড়ে গোল করার জায়গায় পৌঁছে যান। এবং করেও যান গোল, খেলার ৪৪ মিনিটে। টটেনহ্যামের গোলরক্ষক হুগো লরিসের বাঁ দিকে অসাধারণ প্লেসিংয়ে। এই একটা গোলই রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামে টটেনহ্যামের কফিনে পেরেক পুঁতে দিল।

বলা হচ্ছিল, এই ম্যাচটা জিততে পারলে ওয়ে গুন্নার সোলসারের নামের পাশ থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ‘তত্ত্বাবধায়ক’ ম্যানেজারের তকমাটা সরে যেতে পারে। সোলসার নিজেও বলেছেন, অন্য অনেক ম্যানেজারের মতো তাঁরও স্বপ্ন, রেড ডেভিলসে স্থায়ী চাকরিটা পাওয়া। সন্দেহ নেই, রবিবারের এই জয়ে তাঁর সেই দাবি জোরদার হল। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবলে ধরে ফেলল আর্সেনালকে। দু’দলেরই পয়েন্ট এখন ৪১। তার চেয়ে বড় কথা, জোসে মোরিনহো বরখাস্ত হওয়ার পরে সোলসারের জমানায় টানা ছয় ম্যাচে তারা জিতল। অবশ্য নরওয়ের এই ম্যানেজার রবিবারের জয়ের জন্য র‌্যাশফোর্ডের মতোই অবশ্যই কৃতজ্ঞ থাকবেন তাঁদের গোলরক্ষক দাভিদ দা হিয়ার কাছেও। দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন হ্যারি কেনরা। সেখানে হিয়া এ দিন একের পর এক গোল বাঁচিয়ে সবাইকে চমকে দেন।

এই হার মাউরিসিয়ো পচেত্তিনোর দলের কাছেও একটা বড় ধাক্কা। তারা ওয়েম্বলিতে নেমেছিল শেষ পাঁচটা ম্যাচের চারটিতেই জিতে। রবিবার জিতলে তাদের পয়েন্ট হয়ে যেত ৫১। সেক্ষেত্রে তারা ম্যাঞ্চেস্টার সিটিকে পিছনে ফেলে দু’নম্বরে চলে আসতে পারত। অবশ্য সোমবারই পেপ গুয়ার্দিওলার দল প্রিমিয়ার লিগে তাদের বাইশ নম্বর ম্যাচটি খেলতে নামছে উলভসের বিরুদ্ধে। তারা ইংল্যান্ডের অন্য প্রতিযোগিতায় শেষ দু’টি ম্যাচে মোট ১৬ গোল করেছে। খায়নি একটাও। তার উপর লিভারপুলকে হারিয়ে যথেষ্ট উজ্জীবিত এখন ম্যান সিটি। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, পেপ তাঁর ঘনিষ্ঠদের বলেছেন যে, এত বড় লিগে ‘দ্য রেডস’ পয়েন্ট নষ্ট করবেই। সেই সুযোগটাই তাঁদের কাজে লাগাতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE