Advertisement
E-Paper

সরকারের কাছে রিপোর্ট জমা দিল অলিম্পিক টাস্ক ফোর্স

ইউনিয়ম স্পোর্টস সচিব ইনজেতি শ্রীনিবাসের সঙ্গে এ দিন দেখা করেন ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপীচাঁদ ও প্রাক্তন হকি অধিনায়ক বিরেন রাসকুইনহা। এই দু’জনের হাত দিয়েই তিন খণ্ডের রোডম্যাপ তুলে দেওয়া হয় সরকারের হাতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ১৯:৩১
অলিম্পিক টাস্ক ফোর্স। ছবি: টুইটার।

অলিম্পিক টাস্ক ফোর্স। ছবি: টুইটার।

ভারতের অলিম্পিক ভবিষ্যত কী, ঠিক কী কতটা প্রস্তুত ভারতের ক্রীড়াবিদরা অলিম্পিক ইভেন্টের জন্য? প্রশ্নগুলো ঘুরে ফিরেই উঠছে। গত অলিম্পিকে এসেছে মাত্র দু’টি পদক। সবই এসেছে মহিলা ক্রীড়াবিদদের হাত ধরে। বাকিরা সকলেই ব্যর্থ। কিন্তু কী ভাবে ফেরানো যাবে সেই সম্ভাবনা। তার জন্যই কেন্দ্র সরকার তৈরি করেছিল অলিম্পিক টাস্ক ফোর্স। সেই রোড ম্যাপই তৈরি করে শুক্রবার ফাইনাল রিপোর্ট জমা দিলেন টাস্ক ফোর্সের সদস্যরা।

আরও পড়ুন

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার

মো ফারার সঙ্গে ট্র্যাকে নামাটা সারা জীবনের অভিজ্ঞতা: গোবিন্দন

ইউনিয়ম স্পোর্টস সচিব ইনজেতি শ্রীনিবাসের সঙ্গে এ দিন দেখা করেন ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপীচাঁদ ও প্রাক্তন হকি অধিনায়ক বিরেন রাসকুইনহা। এই দু’জনের হাত দিয়েই তিন খণ্ডের রোডম্যাপ তুলে দেওয়া হয় সরকারের হাতে। গত অলিম্পিক শেষ হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা করেছিলেন। সব থেকে বড় দল পাঠিয়েও মাত্র দুটো পদক মানতে পারেননি তিনি। অলিম্পিক টাস্ক ফোর্স এর পর দেশের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে একাধিক মিটিং করে এই রোডম্যাপ তৈরি করেছে। আগামী তিনটি অলিম্পিক (২০২০ ২০২৪ ও ২০২৮)এর জন্যই এই রোডম্যাপ তৈরি করা হয়েছে। যার মধ্যে ছিল দেশের বিখ্যাত ক্রীড়া ব্যাক্তিত্বদের সঙ্গেও আলোচনা।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া শুক্রবার টুইট করে এই মিটিংয়ের কথা জানিয়েছে। যেখানে বলা হয়েছে ২০২০ টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের জন্য প্রস্তুতির পরিকল্পনা জমা দেওয়া হয়েছে ওটিএফএর তরফে। ছয় সদস্যের টাস্ক ফোর্সে গোপীচাঁদ ও রাসকুইনহা ছাড়াও রয়েছেন অভিনব বিন্দ্রার মতো নাম।

ইউনিয়ম স্পোর্টস সচিব ইনজেতি শ্রীনিবাসের সঙ্গে এ দিন দেখা করেন ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপীচাঁদ ও প্রাক্তন হকি অধিনায়ক বিরেন রাসকুইনহা। এই দু’জনের হাত দিয়েই তিন খণ্ডের রোডম্যাপ তুলে দেওয়া হয় সরকারের হাতে। গত অলিম্পিক শেষ হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা করেছিলেন। সব থেকে বড় দল পাঠিয়েও মাত্র দুটো পদক মানতে পারেননি তিনি। অলিম্পিক টাস্ক ফোর্স এর পর দেশের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে একাধিক মিটিং করে এই রোডম্যাপ তৈরি করেছে। আগামী তিনটি অলিম্পিক (২০২০ ২০২৪ ও ২০২৮)এর জন্যই এই রোডম্যাপ তৈরি করা হয়েছে। যার মধ্যে ছিল দেশের বিখ্যাত ক্রীড়া ব্যাক্তিত্বদের সঙ্গেও আলোচনা।

Olympic Task Force Olympic Rajesh Kalra Abhinav Bindra Pulella Gopichand অভিনব বিন্দ্রা পুলেল্লা গোপীচাঁদ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy